Sylhet Today 24 PRINT

‘প্রাথমিক মনোনীত প্রার্থী’ বলায় বক্তার মাইক্রোফোন কেড়ে নিলেন সুনামগঞ্জ-১ আসনের বিএনপির প্রার্থী আনিসুল

সুনামগঞ্জ প্রতিনিধি |  ১১ নভেম্বর, ২০২৫

সুনামগঞ্জ-১ (ধর্মপাশা, মধ্যনগর, জামালগঞ্জ ও তাহিরপুর) আসনে বিএনপির প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত প্রার্থী আনিসুল হককে ‘প্রাথমিক মনোনীত প্রার্থী’ বলায় স্থানীয় এক নেতার মাইক্রোফোন কেড়ে নিয়েছেন তিনি।

সোমবার (১০ নভেম্বর) বিকেলে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজারে এ ঘটনা ঘটে।

আনিসুল হক কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক আনিসুল হক। পাশাপাশি তিনি জেলা কৃষক দলের আহ্বায়ক ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজারে সুনামগঞ্জ-১ আসনে বিএনপির প্রাথমিক মনোনীত প্রার্থী আনিসুল হকের পক্ষে সভা চলছিল। সভায় নির্বাচনী এলাকার লোকজন উপস্থিত ছিলেন। সভা চলাকালে তাহিরপুর উপজেলা বিএনপিনেতা লেখক-সংগঠক আবুল হোসেন বক্তব্য দিচ্ছিলেন। পাশে ছিলেন প্রার্থী আনিসুল হক, জেলা বিএনপি নেতা আবুল কালামসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আবুল হোসেন মাইক্রোফোন হাতে ধানের শীষের পক্ষে বক্তব্য দিচ্ছিলেন। তিনি তার বক্তব্যে বলছিলেন, এটা ‘প্রাথমিক মনোনীত প্রার্থী’ তালিকা। তিনি বা অন্য কেউ চূড়ান্ত প্রার্থী হলে আমরা তার পক্ষে তথা ধানের শীষের পক্ষেই থাকব। সবাইকে ধানের শীষের পক্ষে থাকার আহ্বান জানান বিএনপির এই নেতা।

এসময় প্রার্থী আনিসুল হক বক্তা আবুল হোসেনের মাইক্রোফোন কেড়ে নেন। এ ঘটনায় আবুল হোসেন ক্ষোভ প্রকাশ করেন এবং উপস্থিত নেতাকর্মীদের মাঝে আলচনা-সমালোচনা শুরু হয়।

বিএনপি নেতা আবুল হোসেন বলেন, আমি বিএনপির একজন নিবেদিতপ্রাণ কর্মী। আমি দলীয় আদর্শ মেনে সবাইকে ধানের শীষের পক্ষে কাজ করার অনুরোধ করেছি। এটা প্রাথমিক প্রার্থী তালিকা, চূড়ান্ত প্রার্থী যেই হোন আমরা তার সঙ্গে থাকব -এটা বলার পর প্রার্থী আমার মাইক্রোফোন কেড়ে নেন।

এ বিষয়ে জানতে বিএনপির প্রাথমিক মনোনীত প্রার্থী আনিসুল হকের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.