Sylhet Today 24 PRINT

প্রেমের প্রস্তাবে রাজী না হওয়ায় ছাত্রীকে ‘অপহরণ’, যুবক আটক

নিজস্ব প্রতিবেদক |  ২১ নভেম্বর, ২০২৫

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় হবিগঞ্জের বাহুবলের ১০ম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ ওঠেছে।

এ ঘটনায় র‌্যাব-৯ এর একটি দল অভিযান চালিয়ে বৃহস্পতিবার (২০ নভেম্বর) গোপন তথ্যের ভিত্তিতে হবিগঞ্জের লস্কপুর এলাকা থেকে জাকারিয়া আহমদকে (২০) গ্রেপ্তার করেছে। তিনি হবিগঞ্জ বাহুবল থানার দারিপুর গ্রামের জালাল উদ্দিনের ছেলে।

কিশোরীকে অপহরণের ঘটনায় বাহুবল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন কিশোরী পরিবার থানায় মামলা দায়ের করেন।


মামলা সূত্রে জানা যায়, হবিগঞ্জ জেলার বাহুবল থানার বাসিন্দা ১০ম শ্রেণীর ছাত্রী স্কুলে আসা যাওয়ার পথে জাকারিয়া আহমদ অশালীন কথাবার্তা ও অঙ্গভঙ্গি করে উত্যক্ত করতেন। পরবর্তীতে প্রেমের প্রস্তাবে প্রত্যাখ্যাত হয়ে জাকারিয়া ওই ছাত্রীকে অপহরনের পরিকল্পনা করে।

গত ২২ সেপ্টেম্বর বিকালে ভিকটিম স্কুল শেষে বাড়িতে যাওয়ার জন্য পায়ে হেটে সিএনজি ষ্টেশনে যাওয়ার পথে বাহুবল থানাধীন হামিদনগর রাস্তার মুখে পৌঁছামাত্রই পূর্ব হতে ওঁৎ পেতে থাকা ১নং বিবাদীসহ অন্যান্য বিবাদীরা ভিকটিমকে জোরপূর্বক অপহরন করে সিএনজিতে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.