Sylhet Today 24 PRINT

কোহিনুরকেও দলে ফিরিয়ে নিলো বিএনপি

নিজস্ব প্রতিবেদক |  ২৬ নভেম্বর, ২০২৫

দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কোহিনুর আহমেদকেও দলে ফিরিয়ে নিয়েছে বিএনপি। তার বহিস্কারাদেশ প্রত্যাহার করে দলের প্রাথমিক সদস্যপদ প্রদান করা হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) দলটির পক্ষ থেকে শাস্তিমূলক বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাদের পুনরায় বিএনপিতে ফিরিয়ে নেওয়া হয়েছে।

কোহিনুর আহমেদকে পাঠানো বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়, ইতোপূর্বে দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকান্ডে জড়িত থাকার কারণে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে আপনাকে বহিস্কার করা হয়েছিলো। আপনার আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক আপনার বহিস্কারাদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেয়া হলো।’

গতবছরের ৫ আগস্ট পরবর্তী সময়ে নানা অভিযোগ উঠে কোহিনুর আহমেদের বিরুদ্ধে। এরপর শ্বশুরবাড়ির একটি ঘটনায় নেতিবাচকভাবে আলোচিত হন। এর জেরে ১১ জুন তাকে বহিস্কার করা হয়েছিলো।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.