Sylhet Today 24 PRINT

উপশহর থেকে ইয়াবাসহ সাব্বির আটক

নিজস্ব প্রতিবেদক |  ২৬ নভেম্বর, ২০২৫

সিলেট নগরের শাহজালাল উপশহর ই-ব্লক এলাকায় অভিযান চালিয়ে ২২ পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে শাহপরান (রহ.) থানা পুলিশ। মঙ্গলবার (২৫ নভেম্বর) রাত আনুমানিক ১০ টার দিকে উপশহর স্প্রিং টাওয়ার–০১ এর সামনে থেকে তাকে আটক করা ।

আটককৃত রাব্বি হোসেন সাব্বির (৩২) সিলেটের শাহপরান (রহ.) থানার সি-ব্লক এলাকার বাসিন্দা এবং তিনি আনছার হোসেনের ছেলে। পুলিশের দাবি, সন্দেহজনক অবস্থায় তাকে থামাতে গেলে তিনি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে তাকে আটক করা হয় এবং তার কাছ থেকে ২২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন–এর সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। সিডিএমএস পর্যালোচনায় তার নামে ২০২৪ সালের গোলাপগঞ্জ থানার একটি পূর্বের মাদক মামলা থাকার তথ্যও পাওয়া গেছে। আটক ব্যক্তিকে আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে।

এসএমপির এডিসি মিডিয়া মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, মাদকবিরোধী নিয়মিত অভিযান আরও জোরদার করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.