Sylhet Today 24 PRINT

সিলেটে জেলা পুলিশের শীর্ষ পদে রদবদল: আসছেন আখতার, যাচ্ছেন মাহবুবুর

নিজস্ব প্রতিবেদক |  ২৬ নভেম্বর, ২০২৫

সিলেটে পদায়ন হওয়া পুলিশ সুপার কাজী আখতার উল আলম (বাঁয়ে) ও সিলেটের বর্তমান পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান (ডানে)। ছবি সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সারাদেশে পুলিশ সুপার পদে রদবদল করা হয়েছে। সিলেট জেলায়ও পুলিশের এই শীর্ষ পদে রদবদল করা হয়েছে।

সিলেট জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে পদায়ন করা হয়েছে কাজী আখতার উল আলমকে। তিনি বর্তমানে ময়মনসিংহের এসপি হিসেবে কর্মরত আছেন।

বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় (পুলিশ-১ শাখা) জাকি করা প্রজ্ঞাপনে আখতার উল আলমকে সিলেটের দায়িত্ব প্রদান করা হয় । প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এলফলে সিলেট থেকে যেতে হচ্ছে বর্তমান পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান। গত বছরের ৩১ আগস্ট তিনি সিলেটের এসপি হিসেবে যোগ দিয়িছিলেন।এর আগে তিনি পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকায় কর্মরত ছিলেন।

দায়িত্ব পালনকালে সাদাপাথর লুটের ঘটনায় দুদকের প্রাথমিক তদন্তে বেশকয়েকজন রাজনীতিবদ ও প্রশাসনের কর্মকর্তাদের সাথে এসপি মাহবুবুর রহমানের নামও ওঠে আসে। যদিও দুদকের অভিযোগকে ভিত্তিহীন বলে সেসময় দাবি করেন এই পুলিশ সুপার।

সিলেটের দায়িত্ব পাওয়া এসপি আখতার উল আলম গত ২১ ডিসেম্বর ময়মনসিংহের পুলিশ সুপার যোগদান করেছিলেন।

বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বিভাগের অন্য তিন জেলার মধ্যে মানিকগঞ্জের পুলিশ সুপার মোছা. ইয়াছমিন খাতুন হবিগঞ্জে, পিবিআইয়ের পুলিশ সুপার আবু বাসার মোহাম্মদ জাকির হোসেন সুনামগঞ্জে, এবং নীলফামারীতে পুলিশ সুপার হিসেবে বদলির আদেশপ্রাপ্ত মোহাম্মদ বিল্লাল হোসেন মৌলভীবাজারে পদায়ন করা হয়েছে।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য লটারি করে ৬৪ জেলার এসপি চূড়ান্ত করা হয়েছিল। গত সোমবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এই লটারি করা হয়। আজ নতুন এসপিদের পদায়নের প্রজ্ঞাপন জারি করা হলো।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.