নিজস্ব প্রতিবেদক | ২৭ নভেম্বর, ২০২৫
সিলেটের ওসমানীনগরে ঢাকা-সিলেট মহাসড়কে দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বুধবার (২৬ নভেম্বর) বিকেলে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে নিহতের পরিবারের সঙ্গে স্বাক্ষাৎ করেন তার পররাষ্ট্র উপদেষ্টা ও বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির। এ সময় পরিবারের হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেন তিনি।
এ ছাড়া স্থানীয় ঐতিহ্যবাহী গোয়ালাবাজারের ব্যবসায়ী ও স্থানীয় জনসাধারণের সঙ্গে কুশল বিনিয়মসহ ৩১ দফার প্রচারণাও চালান বিএনপির এই যুগ্ম মহাসচিব।
গত ১ নভেম্বর সকাল সাড়ে ৮টায় সিলেট-ঢাকা মহাসড়কে সিলেট থেকে হবিগঞ্জগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সিলেটগামী যাত্রীবাহী প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় মারা যান হারুন মিয়া ও তার মেয়ে আনিসা (৮)। আহত হন আরও ৪ জন। নিহতরা ওসমানীনগর উপজেলার খাদিমপুর গ্রামের বাসিন্দা।