Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ২৭ নভেম্বর, ২০২৫

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

এ দিন সকাল ৬টায় সর্বনিম্ন ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বলে শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক দিলীপ বৈষ্ণব জানিয়েছেন।

দিলীপ বলেন, এটি দেশের সর্বনিম্ন তাপমাত্রা। এটি এ মৌসুমেরও শ্রীমঙ্গলের সর্বনিম্ন তাপমাত্রা। আগামী কয়েকদিন তাপমাত্রা নিচের দিকেই থাকতে পারে।

এদিকে তাপমাত্রা কম থাকলেও শ্রীমঙ্গলে সকাল ৭টার পরে থেকে সূর্যের দেখা মিলেছে; ঝলমলে রোদ উষ্ণতা ছড়িয়েছে।

এর আগে কুয়াশার চাদরে ঢাকা ছিল শ্রীমঙ্গলের চা বাগান ও গ্রামাঞ্চল।

শ্রীমঙ্গল শহর ও শহরের বাইরের এলাকাগুলোয় খোঁজ নিয়ে জানা গেছে, সন্ধ্যার পর শহরে তাপমাত্রা একটু বেশি থাকলেও গ্রাম ও চা বাগানে বেশ ঠান্ডা অনুভূত হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.