Sylhet Today 24 PRINT

নির্বাচিত হলে আমাকে জিজ্ঞেস না করে পুলিশ কারো বাড়িতে যেতে পারবে না: সেলিম উদ্দিন

নিজস্ব প্রতিবেদক |  ২৭ জানুয়ারী, ২০২৬

নির্বাচিত হলে আমাকে জিজ্ঞেস না করে পুলিশ কারো বাড়িতে যাইতে পারবে না বলে মন্তব্য করেছেন সিলেট-৬ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তর শাখার আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন ।

মঙ্গলবার সকালে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণে নির্বাচনী জনসভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জনসভায় তিনি বলেছেন, আমরা সিলেটের মানুষেরা- আত্মসম্মানবোধ আমাদের রয়েছে। কারো বাড়িতে পুলিশ যাওয়া মানে তার চৌদ্দ পুরুষের, তার বংশের কপালে তিলক লাগানোর নামান্তর। অথচ যখন-তখন কিছু থানার দালালেরা দারোগা সাহবদেরকে ব্যবহার করে পুলিশকে পাঠায় এবং মামলার নামে বাণিজ্য করে। ইনশাআল্লাহ আমি যদি নির্বাচিত হই এই দুই উপজেলায় (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) পুলিশ আমাকে জিজ্ঞেস না করে কারো বাড়িতে যাইতে পারবে না। যেতে হলে তাদেরকে যথেষ্ট প্রমাণ দিতে হবে, যার বাড়িতে যাচ্ছে তার বিরুদ্ধে কোনো অভিযোগ আছে- এই প্রমাণ না দিয়ে কোনো দারোগা সাহেব কারো বাড়িতে যাবে না, আমি ফাইনাল কথা বলে দিলাম।

তিনি আরও বলেন, আপনারা যদি ব্যাংকে টাকা উঠিয়ে বাড়িতে নিরাপদে যেতে চান, তাহলে দাঁড়িপাল্লাকে ভোট দেবেন। তা না হলে ব্যাংক থেকে টাকা নিয়ে বাড়িতে যেতে পারবেন না। এমনকি মাছের বাজার করে মাছের ব্যাগ নিয়েও সামনে বাড়িতে যেতে পারবেন না। আমাদের নিরাপত্তাকে নিশ্চিত করার জন্যে, আমাদের মা-বোনদের ইজ্জতকে হেফাজত করার জন্যে, আমাদের হোটেল দোকানদার, আমাদের ব্যবসায়ীদের ব্যবসাকে নিরাপদ করার জন্যে।

সেলিম উদ্দিন বলেন, কী রাজনীতি! ধিক্কার এই রাজনীতির প্রতি। কেউ বাড়ি বানাচ্ছে, তোমাকে যাইয়া চান্দা দিতে হবে। কেউ দোকান তৈরি করছে, তুমি রাজনীতির নোংরা কীট, তোমাকে চান্দা দিতে হবে। কেউ একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, কিংবা কেউ একটা পেট্রোল পাম্প দিছে- তুমি তেল কিনে পয়সা না দিয়ে চলে যাবা, বললে তার গালে মারবা এই সুযোগ গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের কেউ আর পাবেন না। আমরা দেখব, এরকম কোনো নিরীহ ব্যবসায়ী এবং জনগণের গায়ে যদি কেউ হাত তুলে, এটা আমার ওপর হাত তোলার নামান্তর হবে। এবং আমি এর বিরুদ্ধে জনগণকে সাথে নিয়ে তীব্র প্রতিরোধ গড়ে তুলব। সংগ্রামী ভাইয়েরা আমার, আমরা অফিসে গিয়ে টাকা দেওয়া ছাড়া, ঘুষ দেওয়া ছাড়া একশো পারসেন্ট সার্ভিস নিশ্চিত করব।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.