Sylhet Today 24 PRINT

এবার সাদিক কায়েমদের সমাবেশে শাবির উপাচার্য

নিজস্ব প্রতিবেদক |  ২৯ জানুয়ারী, ২০২৬

বেড়া ডিঙিয়ে সিলেটে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সমাবেশে অংশ নিয়ে ব্যাপক সমালোচনায় পড়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী এবার ঢাকসু ভিপি সাদিক কায়েমসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নেতাদের একটি গণজমায়েতে অংশ নিয়েছেন।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে সিলেট নগীরর চৌহাট্টা এলাকায় গণভোটে হ্যাঁ পক্ষে প্রচারণার জন্য এই গণজমায়েতের আয়োজন করে ‘ঐক্যবদ্ধ ছাত্রসংসদ’।

এতে ডাকসু ভিপি সাদিক কায়েম ছাড়াও বিভিন্ন ছাত্র সংসদ নির্বাচনে শিবির প্যানেল থেকে বিজয়ী ভিপি, জিএস, এজিএসরা অংশ নেন। এছাড়া সিলেট-১ আসনের জামায়াতের প্রার্থী মাওলানা হাবীবুর রহমানও এই জমায়েতে বক্তব্য রাখেন।

এরআগে ২২ ফেব্রুয়ারি সিলেটে বিএনপির নির্বাচনী জনসভায় অংশ নেন শাবি উপাচার্য। ওই সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন তারেক রহমান। এতে বেড়া ডিঙিয়ে শাবি উপাচার্য ও উপ-উপাচার্যের অংশ নেওয়ার ভিডিও ভাইরাল হলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

ওইদিনের সমাবেশে উপাচার্য দর্শক সারিতে বসে থাকলেও বৃহস্পতিবার সাদিক কায়েমদের সমাবেশে তিনি মঞ্চেই বসেন এবং বক্তৃতাও করেন।

বক্তৃতায় শাবি উপাচার্য বলেন, আমাদের দেশে গত তিনটি সরকারে ভোটগ্রহণ অত্যন্ত জটিল ও অনিয়মিত পরিবেশে হয়েছে। রাতের অন্ধকারে ভোট দেওয়া, আগের রাতে ভোট দেওয়া, ভোটের বাক্সও ছুরি দিয়ে খোলা-এমন ধরনের নির্বাচন পৃথিবীর কোন দেশেই হয়নি। এই ধরনের পরিস্থিতি থেকে উত্তরণের জন্য বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই হাফ ভোটের আয়োজন করেছে। গণভোটের মাধ্যমে মানুষের ক্ষমতা ও মতামত যথাযথভাবে প্রকাশিত হবে এবং ভবিষ্যতে এমন অব্যবস্থা আর ফিরে আসবে না।

ড. সরওয়ারউদ্দিন আরও বলেন, আমাদের সরকারের উপদেষ্টামণ্ডলীর মধ্যে প্রফেসর আলী রিয়াজ আছেন। উনি আমেরিকায় পলিটিক্যাল সায়েন্সের প্রফেসর ছিলেন এবং ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন। উনার সঙ্গে আলোচনা করে আমি নিশ্চিত হয়েছি যে, ভোট দেওয়ার কারণগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভোট একটি ব্যবস্থা যাতে ফ্যাসিজম বা একক ক্ষমতা আর সৃষ্টি না হয়। ক্ষমতার মধ্যে ভারসাম্য আসে এবং নিয়ম-কানুন সুস্পষ্টভাবে প্রতিষ্ঠিত হয়।

তিনি বলেন, সেজন্য সবাইকে হ্যাঁ ভোট দিতে হবে। সরকারের বিভিন্ন সেল থেকে বিশ্ববিদ্যালয়ে নির্দেশনা পাঠানো হয়েছে। আমরা গণভোটের ব্যাপারে প্রচারণা চালাব এবং হ্যাঁ ভোটের পক্ষেই সবাইকে অবস্থান রাখতে বলব। আমাদের লক্ষ্য এই দেশটাকে সঠিক পথে নিয়ে যাওয়া, যাতে আর কোন অতীতের মতো হানাহানি না ঘটে। বিচার বিভাগ কারোর পকেটে না যায়। সবকিছু নিয়মের মধ্যে এবং সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।

ড. সরওয়ারউদ্দিন আশাবাদ ব্যক্ত করে বলেন, এই জমায়েত সবাই হ্যাঁ ভোটের পক্ষে থাকবে। হ্যাঁ ভোটের মাধ্যমে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন হবে। আল্লাহ আমাদের সহায় হোক।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.