Sylhet Today 24 PRINT

সিলেট-৫ আসনকে ২০ বছরের তরুণীর মতো সাজাব: মাওলানা উবায়দুল্লাহ ফারুক

সিলেটটুডে ডেস্ক |  ২৯ জানুয়ারী, ২০২৬

ছবি: সংগৃহীত

নির্বাচিত হলে সিলেট-৫ আসন (জকিগঞ্জ-কানাইঘাট) কে ২০ বছরের সুন্দরী মেয়ে যেমন সুন্দর, সেভাবে সুন্দর কাঠামোর ওপর দুই উপজেলাকে সাজাবেন বলে মন্তব্য করেছেন আসনের বিএনপি সমর্থিত জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রার্থী ও দলটির সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক।

কানাইঘাটের বায়মপুর ঈদগাহ মাঠে ওয়াজ মাহফিলে তাঁর এই মন্তব্য এরই মধ্যে আলোচিত হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সিলেট জুড়ে।

গত বুধবার জকিগঞ্জের ঐতিহাসিক বায়মপুর শাহী ঈদগাহর বার্ষিক ওয়াজ মাহফিলে তিনি এমন প্রতিশ্রুতি দেন। জমিয়ত নেতা উবায়দুল্লাহ ফারুকের এমন বক্তব্যের একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে।

সিলেটের স্থানীয় ভাষায় তিনি বলেন, ‘এটা তো আমার ঘর। আমি ইনশাআল্লাহ, জকিগঞ্জ আর কানাইঘাটরে ২০ বৎসরী সুন্দরী মেয়ে যেভাবে সুন্দর, এইভাবে সাজাইয়া সুন্দর অবকাঠামোর ওপরে দুইটা উপজেলারে হাজাইয়া দিতাম পারমু।’

ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আগের এমপিরা প্রত্যেকে যদি ৫ শতাংশ করেও কাজ করতেন, তাহলে আজকের এই অবস্থা হতো না। কিন্তু কেউ এ ধরনের সিদ্ধান্ত নেননি।

তিনি আরও বলেন, আমি ইনশাআল্লাহ পাঁচ বছরে পাঁচ ভাগ করে সারা সুরমা, কুশিয়ারা নদীকে নিজ ধারায় চলার ব্যবস্থা করব, যাতে মানুষকে আঘাত না করে।’


সিলেট-৫ আসন আসনে বিএনপির একাধিক প্রার্থী দীর্ঘদিন ধরে মাঠে থাকলেও শেষ মুহূর্তে আসনটি শরিক জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রার্থী ও দলটির সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুককে ছেড়ে দেয় বিএনপি। এ আসন থেকে বিদ্রোহী প্রার্থী হয়েছেন সিলেট জেলা বিএনপির প্রথম সহ-সভাপতি (সদ্য বহিষ্কৃত) মামুনুর রশীদ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.