Sylhet Today 24 PRINT

দিরাই থানা পুলিশের নিষ্ফল অভিযান

সিলেটটুডে ডেস্ক |  ৩০ জানুয়ারী, ২০২৬

দিরাইয়ের তিন গ্রামে নিষ্ফল অভিযান চালিয়েছে পুলিশ। নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার অবৈধ অস্ত্র ও মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালিত হয়েছিল।

জানা যায়, বৃহস্পতিবার বিকাল ৪ টার দিকে চরনারচর, মাহাতাবপুর ও কামালপুর এলাকায় অভিযানে যায় পুলিশ। । এ সময় সন্দেহভাজন চরনারচর গ্রামের সাধীন দাস, মনদন বিশ্বাস, কামালপুর গ্রামের বিমান দাস ও মাহাতাবপুর গ্রামের ইউপি মেম্বার অষ্টম রায়ের বাড়িসহ আরও কয়েকজনের বাড়িতে অভিযান চালানো হয়।অভিযানের সময় সবাই পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা হয়নি।

এলাকাবাসী জানান, যাদের বাড়িতে অভিযান চালানো হয় তারা সকলেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সক্রিয় সদস্য। এখন তারা খোলস পাল্টিয়ে বহাল তবিয়তে থেকে বিভিন্ন অপকর্মে নিয়োজিত রয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে এলাকার একজন প্রবীণ শিক্ষক জানান,'আমাদের এলাকার এসকল সুযোগ সন্ধানী লোকেরা সব সরকারের আমলেই ত্রাসের রাজত্ব কায়েম করে এলাকার যুব সমাজকে ধ্বংস করে ফেলছে।'

এ বিষয়ে দিরাই থানার ওসি এনামুল হক চৌধুরী বলেন 'আসন্ন নির্বাচনকে নির্বিঘ্ন করতে এ ধরনের অভিযান চলবে।'

জানা যায়, গত ২৩ জানুয়ারি যৌথ বাহিনী অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা উজ্জ্বল মিয়াকে বিদেশী রিভলবারসহ গ্রেফতার করে জেলহাজতে পাঠায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.