Sylhet Today 24 PRINT

ওসমানী হাসপাতালের নারী ওয়ার্ডে আগুন

নিজস্ব প্রতিবেদক |  ৩০ জানুয়ারী, ২০২৬

সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে হাসপাতালের ৫ম তলার ২নং ওয়ার্ডে (মহিলা) আকস্মিক এ অগ্নিকাণ্ড ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে রাত সাড়ে ৯ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে, অগ্নিকাণ্ডের সূত্রপাত কোথা তা এখনো জানা যায়নি। আগুনে বড় ধরণের কোন ক্ষতি হয়নি বলে জানা গেছে।

তবে হঠাৎ ওয়ার্ডের ভেতরে আগুন দেখে রোগী-স্বজনসহ হাসপাতালের স্টাফদের মধ্যে আতঙ্ক দেখা দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৮টার দিকে হঠাৎ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের চতুর্থ তলায় সর্টসার্কিট থেকে আগুন লেগে যায়।

হাসপাতাল সূত্র জানিয়েছে, আগুনের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অতিরিক্ত আনসার ও পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.