Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরের পাইলগাঁওয়ে চেয়ারম্যান হতে মাঠে ৭ প্রার্থী, আছেন প্রবাসীরাও

এমডি মুন্না, জগন্নাথপুর |  ২০ ফেব্রুয়ারী, ২০১৬

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে জগন্নাথপুরের ৯ নং পাইলগাঁও ইউনিয়নের সম্ভাব্য প্রার্থীরা নেমে পড়েছেন প্রচরণায়। এ ইউনিয়নে ৭ জন চেয়ারম্যান প্রার্থী মাঠে কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যে নির্বাচনে অংশ নিতে প্রবাসী প্রার্থীরা এলাকায় এসে তাদের প্রার্থীতা ঘোষণা করেছেন।

এ পর্যন্ত পাইলগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোট ৭ জন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর নাম শোনা যাচ্ছে। তারা হচ্ছেন, বর্তমান ইউপি চেয়ারম্যান মোঃ আপ্তাব উদ্দিন (আ.লীগ), সাবেক ইউপি চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী মঞ্জুর আলী (আ.লীগ), সাবেক ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) হাজী সুন্দর উদ্দিন (আ.লীগ), মাওলানা দবিরুল ইসলাম (বিএনপি), যুক্তরাজ্য প্রবাসী জালাল উদ্দিন (বিএনপি), যুক্তরাজ্য প্রবাসী শামীম হোসেন (বিএনপি) ও যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব মখলিছ মিয়া (স্বতন্ত্র)।

এবারের স্থানীয় নির্বাচন দলীয় প্রতীকে হচ্ছে, তাই সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা নিজ নিজ দলের প্রতীক পেতে দলের শীর্ষ নেতাদের সাথে জোর লবিং চালিয়ে যাচ্ছেন। সেই সাথে ভোটারদের সাথেও যোগাযোগ রক্ষা করে চলছেন।

সমর্থকরাও নিজেদের পছন্দের প্রার্থীর পক্ষে চালিয়ে যাচ্ছেন দেশ-বিদেশে প্রচার-প্রচারণা। প্রস্তুতি নিচ্ছেন সংরক্ষিত ওয়ার্ডের নারী ও সাধারণ ওয়ার্ডের পুরুষ সদস্য প্রার্থীরাও। সব মিলিয়ে পাইলগাঁও ইউনিয়নে আগেভাগেই বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া।

তবে কে কোনো দলের প্রতীক পাচ্ছেন এ নিয়ে প্রার্থী, সমর্থক ও ভোটারদের মধ্যে উদ্বেগ-উৎকন্ঠা বিরাজ করছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.