Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জে একুশের প্রথম প্রহরে শ্রদ্ধা নিবেদন

সুনামগঞ্জ প্রতিনিধি |  ২১ ফেব্রুয়ারী, ২০১৬

সুনামগঞ্জে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে ফুল দিতে হাজারও জনতার মধ্যে ছাত্রলীগ ও ছাত্রদলের স্লোগান দেওয়াকে কেন্দ্র করে সাময়িক উত্তেজনা থাকলেও শেষ পর্যন্ত কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই একুশের প্রথম প্রহরে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেছেন।
 
সাময়িক এ উত্তেজনা পুলিশি হস্তক্ষেপে সমাপ্ত হয়। এরপর রাত ১২ টা ১ মিনিট থেকে শুরু হয় শ্রদ্ধা নিবেদন।

সর্বস্তরের মানুষের ফুলেল শ্রদ্ধায় শহীদ মিনারের বেদি ঢেকে যায় ফুলে ফুলে।

পুষ্পস্তবক অর্পণের সময় চলতে থাকে স্লোগান। এসময় ছাত্রলীগ ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে স্লোগান দেয়া নিয়ে উত্তেজনা দেখা দিলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কড়া প্রহরায় শহীদ মিনারের চত্বরসহ আশপাশ এলাকায় নেওয়া হয় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা।

রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হয় শ্রদ্ধা নিবেদন। তারপর একে একে পুষ্পস্তবক অর্পণ করেন  জেলা আওয়ামীলীগ, আলাদা ভাবে জেলা বিএনপি,র দুই অংশ, জেলা জাতীয় পার্টি, জাসদ, জেলা ছাত্রলীগ, ছাত্রদল রিক্সা শ্রমিক সংঘ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.