Sylhet Today 24 PRINT

বীর নিবাসের ভিত্তিপ্রস্থর স্থাপন করলেন হুইপ মোঃ শাহাব উদ্দিন

জাতীয় সংসদের হুইপ মোঃ শাহাব উদ্দিন এমপি বলেছেন, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সম্পর্কে নতুন প্রজন্মদের বেশী করে জানাতে হবে।

বড়লেখা প্রতিনিধি |  ২০ ফেব্রুয়ারী, ২০১৫

জাতীয় সংসদের হুইপ মোঃ শাহাব উদ্দিন এমপি বলেছেন, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সম্পর্কে নতুন প্রজন্মদের বেশী করে জানাতে হবে। ফলে বিএনপি-জামায়াত জোট মুক্তিযুদ্ধ সম্পর্কে বিভ্রান্তমুলক তথ্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করতে পারবে না। মুক্তিযুদ্ধ সম্পর্কে নতুন প্রজন্মকে উজ্জীবিত করা হলে দেশে জঙ্গীরা মাথা চড়া দিয়ে উঠতে পারবে না।
তিনি শুক্রবার (২০ ফ্রেরুয়ারী) রাতে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দাসেরবাজার ইউনিয়নের লঘাটি গ্রামে বীর মুক্তিযোদ্ধা ছালেহ আহমদ লুলুর ‘বীর নিবাস’  নামে  নতুন ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।  
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোঃ আমিনুর রহমান, মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ সিরাজ উদ্দিন, উপজেলা প্রকৌশলী বিদ্যুৎ ভূষন পাল প্রমুখ।
 উল্লেখ্য, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বড়লেখা উপজেলায় প্রায় সাড়ে চার কোটি টাকা ব্যয়ে ৬ জন মুক্তিযোদ্ধার জন্য বীর নিবাস নির্মানের উদ্দ্যোগ গ্রহন করেছে।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.