Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জে অনুষ্ঠিত হলো কৃষক প্রশিক্ষন কর্মশালা ও বিজ বিতরন

সুনামগঞ্জ প্রতিনিধি  |  ০৫ মার্চ, ২০১৬

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ও বাংলাদেশ কৃষি গবেষনা ফাউন্ডেশনের অর্থায়নে সুনামগঞ্জে অনুষ্ঠিত হলো দিন ব্যাপী কৃষক প্রশিক্ষন কর্মশালা ও বিজ বিতরন কর্মসূচি। শনিবার সুনামগঞ্জ কৃষি সম্প্রসারন অধিদপ্তর কার্যালয়ের প্রশিক্ষন কক্ষে জেলার বিভিন্ন উপজেলার ৩০ জন কৃষক এতে অংশ নেন।

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো: শহিদুল ইসলামের উদ্ভাবিত গ্রীষ্মকালিন সীম ও টমেটো হাওর এলাকায় যাতে সহজেই ধান চাষের পাশাপাশি এ জেলার কৃষক চাষ করতে পারেন এ বিষয়ে প্রশিক্ষন ও বীজ বিতরন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. শহিদুল ইসলাম, ড. মো: নজরুল ইসলাম,  সহ-অধ্যাপক মো মাহফুজুর রব, উপ পরিচালক কৃষি সম্প্রসারন সুনামগঞ্জ মো: জাহেদুল হক, সহকারি কৃষি অফিসার সালাউদ্দিন টিপু প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.