Sylhet Today 24 PRINT

জগন্নাথপুরে নতুন পদ্ধতিতে বোরো চাষাবাদ

এমডি মুন্না, জগন্নাথপুর |  ০৫ মার্চ, ২০১৬

জগন্নাথপুরে নতুন উদ্ভাবনীতে বোরো চাষাবাদ শুরু হয়েছে। এই প্রথম আধুনিক এ প্রযুক্তিতে কম খরচে জমিতে বেশি ফলন হওয়ায় কৃষকরা জমি চাষাবাদে এগিয়ে আসছেন। সেই সাথে এ ধরণের পদ্ধতিতে জমি চাষাবাদ করতে কৃষকদের উৎসাহিত করছেন জগন্নাথপুর উপজেলা কৃষি অফিসের কর্মকর্তারা।

জানা গেছে, জগন্নাথপুর কৃষি অফিসের উদ্যোগে উপজেলার প্রতিটি হাওরে নতুন এ পদ্ধতিতে জমি চাষাবাদ করতে কৃষকদের প্রতিনিয়ত উৎসাহিত করা হচ্ছে। ইতো মধ্যে নতুন উদ্ভাবনী আধুনিক প্রযুক্তি রাইস ট্রান্সপ্লান্টার নামক মেশিনের মাধ্যমে মাত্র ১২ দিন বয়সের ছোট ছোট ধানের চারা এক কাটি করে উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের গন্ধর্বপুর গ্রামের কৃষাণী শিরিনা বেগমের জমিতে রোপন করা হয়েছে। তিনি নতুন এ পদ্ধতিতে ত্রিশ শতক জমিতে হাই ব্রিড জাতীয় বোরো ধানের চাষাবাদ করেছেন।

জগন্নাথপুর পৌর শহরের হাসিমাবাদ গ্রামের কৃষক জয়নাল উদ্দিন এই প্রথম আধুনিক প্রযুক্তিতে স্থানীয় মোমিনপুর হাওরে ৫ কেদার জমিতে এক ফুট দুরত্বে এক কাটি চারা রোপনের মাধ্যমে ব্রি-২৯ জাতের ধান চাষাবাদ করেছেন। প্রথমে এ পদ্ধতিতে জমি চাষাবাদ দেখে স্থানীয় অন্যান্য কৃষকরা অবাক হলেও এখন জমিতে ভাল ফলন দেখে আরো উৎসাহিত হচ্ছেন।

শনিবার সকালে উপজেলার গন্ধর্বপুর গ্রাম এলাকার হাওরে ও পৌর শহরের মোমিনপুর হাওরে নতুন পদ্ধতিতে আবাদ করা জমি পরিদর্শন করেন জগন্নাথপুর উপজেলা সহকারি কৃষি কর্মকর্তা তপন চন্দ শীল।

এ সময় স্থানীয় অন্যান্য কৃষকরা কর্মকর্তার কাছে এসে এ আধুনিক প্রযুক্তিতে জমি চাষাবাদের পরামর্শ নেন।

এ ব্যাপারে জগন্নাথপুর উপজেলা সহকারি কৃষি কর্মকর্তা তপন চন্দ শীল জানান, এ পদ্ধতিতে জমি চাষাবাদ করলে কম খরচে অধিক ফলন উৎপাদিত হবে। তাই আমরা মাঠে-ময়দানে গিয়ে নতুন উদ্ভাবনী আধুনিক প্রযুক্তিতে জমি চাষাবাদের জন্য কৃষকদের উৎসাহিত করছি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.