Sylhet Today 24 PRINT

এমসি কলেজে সংঘর্ষ: তদন্তে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি

নিজস্ব প্রতিবেদক |  ১০ মার্চ, ২০১৬

এমসি কলেজে আভ্যন্তরীণ বিরোধের জের ধরে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষের ঘটনা তদন্ত করছে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি। বৃহস্পতিবার থেকে তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় কমিটি প্রতিনিধি দল। এরআগে বুধবার তারা সিলেট আসেন।

গত সোমবার দুপুরে  এমসি কলেজে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগের দু'পক্ষের সংঘর্ষে ১২ জন আহত হন।

তদন্ত কাজে থাকা ছাত্রলীগের প্রতিনিধি দলে রয়েছেন কেন্দ্রীয় সহ সভাপতি মো. মশিউর রহমান শরীফ, মো. জাহাঙ্গির আলম, সাকিব হাসান সুইম, যুগ্ম সাধারণ সম্পাদক মোতাসিম বিল্লাহ মোহাম্মদ, সাংগঠনিক সম্পাদক বি. এম. এহতেশাম, পরিবেশ সম্পাদক এ. বি. এম হাবিবুল্লাহ বিপ্লব, পাঠাগার সম্পাদক ইলিয়াস উদ্দিন। তাদের সাথে রয়েছেন সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী সংসদের উপ গণ যোগাযোগ সম্পাদক মইনুল ইসলাম ফয়সাল।

ছাত্রলীগ নির্বাহী কমিটির সহ-সভাপতি সাকিব হাসান সুইমের নেতৃত্বে ৭ সদস্যের প্রতিনিধি দল বৃহস্পতিবার দুপুর ১২টায় প্রতিনিধিদলের সদস্যরা এমসি কলেজে গিয়ে অধ্যক্ষ নিতাই চন্দ্র চন্দের সাথে সাক্ষাত করে সংঘর্ষের ব্যাপারে কথা বলেন। পরে প্রতিনিধিদলের সদস্যরা কলেজের উপাধ্যক্ষ, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের সাথেও কথা বলেন।

বেলা ১টায় প্রতিনিধিদলের সদস্যরা কলেজ থেকে সিলেট মেট্রোপলিটন পুলিশের শাহপরান থানায় গিয়ে সংঘর্ষের ব্যাপারে কথা বলেন।

সন্ধ্যার পর এমসি কলেজ ছাত্রলীগ নেতাদের সাথে সংঘর্ষের ব্যাপারে কথা বলবেন বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

দু’দিনের তদন্তকাজ শেষে প্রতিনিধিদল আগামি শনিবার কেন্দ্রে তাদের তদন্ত রিপোর্ট জমা দেবে। এর ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে জানিয়েছেন ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.