Sylhet Today 24 PRINT

জুড়ীর কালনীগড়ে ৪২ লক্ষ টাকা ব্যয়ে ১২৫ পরিবারের মধ্যে বিদ্যুতায়নের উদ্বোধন

ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে বিদ্যুতের আলো। আর বিএনপি জোট পেট্রলবোমা নামের অশান্তির আগুনে পুড়িয়ে মারছে দেশের সাধারণ মানুষ।’

তপন কুমার দাস, বড়লেখা |  ২৩ ফেব্রুয়ারী, ২০১৫

জাতীয় সংসদের হুইপ মো: শাহাব উদ্দিন এমপি বলেছেন ‘দেশের সামগ্রিক উন্নয়নে অবদান রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অপরদিকে বিএনপি নেত্রী রাস্তায় মানুষ পোড়ানোর রাজনীতি করে কাঙ্খিত উন্নয়নের পথ ধ্বংস করার পাঁয়তারায় মেতেছেন।’ আওয়ামী লীগ মানুষের দোড়গোড়ায় পৌঁছে দিচ্ছে চিকিৎসা, ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে বিদ্যুতের আলো। আর বিএনপি জোট পেট্রলবোমা নামের অশান্তির আগুনে পুড়িয়ে মারছে দেশের সাধারণ মানুষ।’
‘২০০৮ সালে জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচনী ইস্তেহারে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার অঙ্গীকার করেছিল। বর্তমানে সে অঙ্গীকারের আলোকে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘরে ঘরে বিদ্যুতের আলো পৌঁছে দিচ্ছেন।
হুইপ মো: শাহাব উদ্দিন এমপি রোববার ২২ ফেব্রুয়ারি রাতে মৌলভীবাজারের জুড়ী উপজেলার পশ্চিম জুড়ী ইউপির কালনীগড় গ্রামে ১নং ওয়ার্ডে প্রায় ৪২ লক্ষ টাকা ব্যয়ে ১২৫ পরিবারের মধ্যে বিদ্যুতায়নের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।   
     বিদ্যুতায়নের উদ্বোধনী অনুষ্ঠানে সমাজসেবক তরুন চক্রবর্তীর সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা দেব দুলালের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জুড়ী উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখর রায় চৌধুরী মনি, মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা, ডিজিএম নিল মাধব বণিক, জুড়ী উপজেলা আওয়ামীলীগের আহবায়ক আজির উদ্দিন, যুগ্ম আহবায়ক সফিক আহমদ, বড়লেখা পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, জুড়ী উপজেলা যুবলীগ সম্পাদক রিংকু রঞ্জন দাস, আওয়ামীলীগ নেতা জুবের হাসান জেবলু, ডা: কাজী আকমল হোসেন, বিআরডিবি চেয়ারম্যান বিধান দাস বাদল, পৃতেশ দাস, শ্রীকান্ত দাস প্রমুখ।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.