Sylhet Today 24 PRINT

মঞ্চেই মারা গেলেন যাত্রাশিল্পী নিবারন

নিজস্ব প্রতিবেদক |  ১১ মার্চ, ২০১৬

মঞ্চেই অভিনয় করতে করতে মৃত্যুর কোলে ঢলে পড়লেন সুনামগঞ্জের ভাটি বাংলা নাট্যগোষ্ঠীর যাত্রা শিল্পী নিবারণ চন্দ্র দাশ। অভিনয়ের পাশাপাশি যাত্রাটির পরিচালনায়ও ছিলেন তিনি।

শুক্রবার (১১ মার্চ) সিলেটের রিকাবীবাজারে কবি নজরুল মিলনায়তনে নান্দিক নাট্যদলের ২৫ বছর পূর্তি উৎসবে যাত্রা মঞ্চস্থ করতে এসেছিলেন নিবারণ ও তাঁর দল। অভিনয়ের এক পর্যায়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি।

পরে রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে ডাক্তাররা তাঁকে মৃত ঘোষণা করেন। মুঠোফোনে তাঁর মৃত্যুর খবরটি সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেন আয়োজক কমিটির সদস্য সুপ্রিয় দেব শান্ত।

সুনামগঞ্জের শাল্লা উপজেলার কৃষ্ণপুরে জন্ম নেয়া এই গুণী যাত্রাশিল্পীর বয়স হয়েছিল ৫৫ বছর।

তাঁর আকস্মিক মৃত্যুতে নান্দিকের উৎসব বন্ধ হয়ে যায়। প্রাথমিকভাবে জানা গেছে তিনি হৃদরোগে আক্রান্ত  হয়েছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.