Sylhet Today 24 PRINT

দলীয় সিদ্ধান্তের বাইরে নির্বাচনে অংশ নিলে সাংগঠনিক ব্যবস্থা : মজিদ খান

বানিয়াচং প্রতিনিধি |  ১২ মার্চ, ২০১৬

উন্নয়নের ধারা অব্যাহত রাখার স্বার্থে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে যারা নির্বাচনে অংশগ্রহণ করবে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। গত শুক্রবার বিকাল পাঁচটায় বানিয়াচং উপজেলার বিথঙ্গল পুলিশ ফাঁড়ির নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন বানিয়াচং আজমিরীগঞ্জের সংসদ সদস্য এডভোকেট আব্দুল মজিদ খান।

তিনি আরও বলেন, বর্তমান সরকারের আমলে বানিয়াচং আজমিরীগঞ্জ উপজেলায় স্কুল, কলেজ, রাস্তা ঘাট, মসজিদ, মন্দির, এলাকয় বিদ্যুতায়নসহ ব্যাপক উন্নয়ন সাধন হয়েছে।উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থীকে বিজয়ী করার আহবান জানান।

২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ছিদ্দিকুর রহমানের সভাপতিত্বে ও ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পীযুষ সুত্রধরের পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা পুলিশ সুপার জয়দেবকুমার ভদ্র,বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অমূল্য কুমার চৌধুরী, ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম পাশা, এড.মনসুর উদ্দিন ইকবাল প্রমুখ।

উল্লেখ্য, ভবনটির নির্মাণ ব্যয় হবে ১ কোটি ১৭ লাখ টাকা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.