Sylhet Today 24 PRINT

পড়ার ভয়ে মাদ্রাসা থেকে পালিয়েছিলো হবিগঞ্জের চার শিশু!

হবিগঞ্জ প্রতিনিধি |  ১৩ মার্চ, ২০১৬

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার নিখোঁজ হওয়া চার শিশু পড়াশোনার ভয়ে মাদ্রাসা থেকে পালিয়েছিল বলে জানিয়েছে পুলিশ। উপজেলার সুতাং নোয়াগাঁও হাফিজিয়া মাদরাসা থেকে নিখোঁজ হওয়া চার শিশুকে শনিবার উদ্ধার করে পুলিশ।

শনিবার রাতে হবিগঞ্জ জেলার পুলিশ সুপার জয় দেব ভদ্র জানান, শিশুগুলো হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় ফুফুর বাড়িতে রয়েছে। নিখোজ শিশু নয়ন তার অপর তিন সঙ্গীকে নিয়ে নবীগঞ্জের সুজাপুর গ্রামে ফুফুর বাড়িতে যায়।

জয়দেব বলেন, ধারণা করা হচ্ছে লেখাপাড়ার ভয়ে তারা মাদ্রাসা থেকে পালিয়ে গেছে। তবে শিশুদের সাথে আলাপ করে আসল তথ্য জানা যাবে।

এর আগে শনিবার বিকেলে এ ঘটনায় শায়েস্তাগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-৪১৫) দায়ের করেন নিখোঁজ শিশু রাফিদের বাবা বাহুবল উপজেলার চারগাঁও গ্রামের বাসিন্দা আহমদ রশিদ মনু মিয়া।

নিখোঁজ চার শিশু হচ্ছে- বাহুবল উপজেলার চারগাঁও গ্রামের আহমদ রশিদ মনু মিয়ার ছেলে রাফিদ (১৩), একই উপজেলার আব্দানারায়ন গ্রামের আব্দুল আহাদের ছেলে ইমতিয়াজ (১২), হবিগঞ্জ সদর উপজেলা ধরিয়াপুর গ্রামের আব্দুল আওয়ালের ছেলে সোহানুর (১১) ও নবীগঞ্জ উপজেলার সুজাপুর গ্রামের আব্দুল্লার ছেলে নয়ন (১২)। তারা সবাই শায়েস্তাগঞ্জ উপজেলার সুতাংবাজার এলাকার বাছিরগঞ্জ পূর্ব নোয়াগাও হাফিজিয়া মাদরাসার ছাত্র।

গতকাল শুক্রবার বিকেলে মাদরাসা থেকে শায়েস্তাগঞ্জ বাজারে আসে তারা। এরপর আর মাদরাসা বা তাদের বাড়িতে ফিরে যায়নি।

প্রসঙ্গত, গত ১২ ফেব্রুয়ারি খেলতে গিয়ে নিখোঁজ হয় চার শিশু। ৫ দিন পর ১৭ ফেব্রুয়ারি সকালে গ্রাম থেকে প্রায় ২ কিলোমিটার দুরে ইসাবিল এলাকা থেকে বালি চাপা অবস্থায় তাদের মৃতদেহ উদ্ধার করা হয়।

এছাড়াও ১৬ ফেব্রুয়ারি সদরের দক্ষিণ চরহামুয়া থেকে নিখোঁজ হয় সাইফুর রহমান আনন্দ ও ৫ মার্চ শহরের রাজনগর এতিমখানা সড়কের কাশেম মিয়ার ছেলে ও শায়েস্তাগঞ্জ ফর্দ্রখোলা আনোয়ার মদিনা মাদরাসার ছাত্র তায়েন মিয়া (১৩) নামে এক শিশু।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.