Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে আর্ন্তজাতিক নদীকৃত্য দিবস পালিত

হবিগঞ্জ প্রতিনিধি |  ১৪ মার্চ, ২০১৬

“হবিগঞ্জের খোয়াইসহ সকল নদী-জলাশয় দখল ও দূষনমুক্ত করতে হবে” এই স্লোগান নিয়ে হবিগঞ্জে আর্ন্তজাতিক নদীকৃত্য দিবস পালিত হয়েছে। সোমবার সকাল ৯টায় খোয়াই নদীর পাড়ে অবস্থিত দি নিউ ব্লু বার্ড কিন্টার র্গাডেন স্কুলের ছাত্র-ছাত্রীদের  নিয়ে নদী সর্ম্পকৃত কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জ শাখা ও খোয়াই রিভার ওয়াটারকিপারের আয়োজনে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জ শাখার সভাপতি অধ্যাপক ইকরামুল ওয়াদুদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্ত্যব রাখেন আলাউদ্দিন আহমেদ, ব্লু বার্ড স্কুলের ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন, কবি আছমা খানম হ্যাপি, নাট্য সংগঠক মোক্তাদির হোসেন, সাংস্কৃতিক কর্মী ওসমান গনী রুমি ও নদী পাড়ের বাসিন্ধারা । আলোচনা সভা শেষে  স্কুলের ছাত্র-ছাত্রীদের  নিয়ে নদী সর্ম্পকৃত কুইজ প্রতিযোগিতা আয়োজন করা হয় ।

কুইজের সঠিক উত্তর দাতা প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থীদের পুরস্কার দেয়া হয় আনসার উদ্দিন খান পাঠানের তোলা খোয়াই নদীর সুন্দর একটি ছবি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.