Sylhet Today 24 PRINT

হরতালেও প্রাণচঞ্চল সিলেট

জামায়াতের হরতাল প্রত্যাখ্যান করেছে সাধারন জনগন

নিউজ ডেস্ক |  ০১ জানুয়ারী, ২০১৫

যুদ্ধাপরাধী আজহারুল ইসলামের ফাঁসির রায়ের প্রতিবাদে নিজ দল জামায়াতে ইসলামী বাংলাদেশের ডাকা হরতালে প্রথম দিনের মত দ্বিতীয় দিনেও সিলেটবাসীর কোন সাড়া মেলেনি। দুপুর ১২টায় জিন্দাবাজারে সুপরিচিত জ্যাম যেন এর প্রতিফলন। শুধু জিন্দাবাজার নয়, সিলেটে শহরের প্রতিটি রাস্তা ছিল পথচারী ও যানবাহন মুখর।
গত ৩০ ডিসেম্বর একাত্তরের যুদ্ধাপরাধী বর্তমান জামায়াতে ইসলামী বাংলাদেশের গুরুত্বপূর্ন নেতা এটিএম আজহারুল ইসলামের ফাঁসির আদেশ দেয় আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইবুনাল। এরই প্রতিবাদে ৩১ডিসেম্বর ও ১জানুয়ারি সকাল সন্ধ্যা হরতালের ডাক দেয় স্বাধীনতা সংগ্রামে বিরোধীতাকারি দিলটি। কিন্তু বরাবরের মতই সধারন জনগন এই হরতাল প্রত্যাখ্যান করে। সেই সাথে ছিল পুরোনো বছরের শেষদিন ও নতুন বছরের প্রথম দিনে হরতাল ডাকার প্রতি ক্ষোভ।
উল্লেখ্য, হরতাল চলাকালীন শহরের গুটি কয়েক জায়গায় ঝটিকা মিছিল ছাড়া জামায়াত শিবিরের অন্য কোন কার্য্যক্রম চোখে পড়েনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.