Sylhet Today 24 PRINT

বড়লেখায় সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

বড়লেখা প্রতিনিধি |  ১৭ মার্চ, ২০১৬

মৌলভীবাজারের বড়লেখায় ‘সৃজনশীল মেধা অন্বেষণ-২০১৬’ প্রতিযোগিতায় বিজয়ী ১২ জন শিক্ষার্থীকে সার্টিফিকেট ও নগদ টাকা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ মার্চ) জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

দুপুরে উপজেলা পরিষদ হলরুমে পুরস্কার বিতরণ উপলক্ষে আয়োজিত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সমীর কান্তি দেবের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন প্রমুখ।

উল্লেখ্য, গত মঙ্গলবার (১৫ মার্চ) প্রতিযোগিতায় বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ে স্কুল, কলেজ ও মাদ্রাসাসহ ৩২টি প্রতিষ্ঠানের ৩২২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের অংশগ্রহণে তিনটি গ্রুপে ভাষা ও সাহিত্য, বিজ্ঞান, গণিত ও কম্পিউটার, বাংলাদেশ স্টাডিজ ও মুক্তিযুদ্ধ বিষয়ের উপর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.