Sylhet Today 24 PRINT

ইউপি নির্বাচন : সিলেট সদরে যান চলাচলে নিষেধাজ্ঞা

সিলেটটুডে ডেস্ক |  ১৮ মার্চ, ২০১৬

সিলেট সদরের ৮টি ইউনিয়ন পরিষদে আসন্ন নির্বাচনে যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে স্থানীয় প্রশাসন। 

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) রহমত উল্লাহর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শুক্রবার (১৮ মার্চ) মধ্যরাত অর্থাৎ রাত ১২টা থেকে ২৫ মার্চ মধ্যরাত পর্যন্ত মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে উল্লেখিত সময়ে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হলো।

এদিকে নির্বাচনী এলাকায় বৈধ অস্ত্র বহন ও প্রদর্শন নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ প্রশাসন। 

একই সঙ্গে নির্বাচনের আগের দিন (২১ মার্চ) মধ্যরাত (রাত ১২টা) থেকে ভোটগ্রহণের দিন অর্থাৎ ২২ মার্চ মধ্যরাত পর্যন্ত সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় টেক্সিক্যাব, বেবি ট্যাক্সি, সিএনজি চালিত অটোরিকশা, মাইক্রোবাস, জিপ, পিকআপ, কার, বাস, ট্রাক, টেম্পো, ইজিবাইক চলাচলেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। 

তবে অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক, টেলিযোগাযোগ ইত্যাদি কার্যক্রমে ব্যবহারের জন্য যান চলাচলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.