Sylhet Today 24 PRINT

\'নৌকা স্বাধীনতা,বঙ্গবন্ধু,ও শেখ হাসিনার প্রতীক\'

বানিয়াচং প্রতিনিধি |  ১৮ মার্চ, ২০১৬

বানিয়াচঙ্গ-আজমিরীগঞ্জ আসনের এমপি আলহাজ্ব এডভোকেট আব্দুল মজিদ খান বলেছেন,দলীয় সিদ্ধান্তের বাহিরে গিয়ে যারা আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হবে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। নৌকা স্বাধীনতা,বঙ্গবন্ধু,ও শেখ হাসিনার প্রতীক। নৌকার সাথে বেঈমানী করা মানে পুরা বাঙ্গালী জাতির সাথে বেঈমানী করা।

তিনি শুক্রবার বিকাল ৪ টায় বানিয়াচঙ্গ ২নং উত্তর-পশ্চিম ইউনিয়ন পরিষদ চত্বরে ইউপি আ’লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে বিশেষ এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন আ’লীগের সভাপতি আবু মোতাহের খান লেচুর সভাপতিত্বে ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন খানের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,আ’লীগের সভাপত্বি আমির হোসেন মাষ্টার,সহ-সভাপত্বি কবির মাষ্টার,বিপুল ভুষণ রায়,যুগ্ম সাধারণ সম্পাদক আঙ্গুর মিয়া,এনামুল হোসেন খান বাহার,সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া লিলু,শাহজাহান মিয়া,আওয়ামীলীগের প্রচার সম্পাদক আসাদুর রহমান খান আসাদ, ইউপি আ’লীগের সাধারণ সম্পাদক মোত্তাকীন বিশ্বাস,যুবলীগের সভাপতি রেখাছ মিয়া,ছাত্রলীগের সভাপতি আব্দুল হালিম সোহেল, কৃষকলীগের সাধারণ সম্পাদক সেবুল ঠাকুর প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে এমপি মজিদ খান আরও বলেন,উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থীদের নির্বাচিত করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য জোর দাবী জানান। এই ইউনিয়ন থেকে ছয়বারের নির্বাচিত চেয়ারম্যান মুক্তিযোদ্ধা হায়দারুজ্জামান খান ধনমিয়াকে আগামী নির্বাচনে নৌকার প্রতীকে বিজয়ী করার জন্য সর্বাত্মক চেষ্টা চালাতে হবে।

বর্ধিত সভায় উপস্থিত ছিলেন,উপজেলা যুবলীগের সিনিয়র সহসভাপতি ছায়েব আলী,সাধারণ সম্পাদক বাবুল মিয়া,যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান মিয়া,জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আসাদুজ্জামান খান তুহিন,উপজেলা স্বেচ্ছাসেবকলীগ একাংশের সাধারণ সম্পাদক আলফু মিয়া,স্বেচ্ছাসেবকলীগ একাংশের সাংগঠনিক সম্পাদক কাওছার আহমেদ প্রমুখ।

সভায় শুরুতেই কোরআন তেলাওয়াত করেন সাবেদুল ইসলাম ও গীতা পাঠ করেন প্রধান শিক্ষক বিপুল ভূষণ রায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.