Sylhet Today 24 PRINT

বড়লেখায় সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে প্রার্থীদের নিয়ে আইন-শৃঙ্খলা সভা

বড়লেখা প্রতিনিধি : |  ১৯ মার্চ, ২০১৬

সব ভয়ভীতির ঊর্ধ্বে থেকে আগামী ৩১ মার্চের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে অংশ নেওয়ার জন্য সাধারণ মানুষকে আহবান জানিয়ে মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ শাহ্ জালাল বলেন, ‘নির্বাচনে আইন-শৃঙ্খলা বিঘœ সৃষ্টির চেষ্টাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি শনিবার (১৯ মার্চ) মৌলভীবাজারের বড়লেখায় সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে আইন-শৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

দুপুরে বড়লেখা সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় থানা অফিসার ইনচার্জ মোঃ. মনিরুজ্জামানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারি পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) মোঃ. জুনায়েদ আলম সরকার।

প্রার্থীদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী সোয়েব আহমদ, বিএনপি মনোনীত প্রার্থী জাহিদুল ইসলাম মামুন, সদস্য প্রার্থী সিরাজ উদ্দিন, সরফ উদ্দিন নবাব, লুৎফুর রহমান, ইয়াছিন আলী, ফয়েজ আলী প্রমুখ।

বড়লেখা সদর ছাড়াও দক্ষিণভাগ দক্ষিণ ও দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান, ইউপি সদস্য সাধারণ ও সংরক্ষিত প্রার্থীদের সাথে আইন-শৃঙ্খলা বিষয়ে পৃথক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.