Sylhet Today 24 PRINT

শ্যালা নদীতে জাহাজ ডুবে জলে গেলো সিলেটের ব্যবসায়ীর ৭২ লাখ টাকার কয়লা

নিজস্ব প্রতিবেদক |  ২০ মার্চ, ২০১৬

সুন্দরবনের শ্যালা নদীতে জাহাজ ডুবে জলে গেলো সিলেটের ব্যবসায়ীর ৭২ লাখ টাকার কয়লা। শনিবার সন্ধ্যায় পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের তাম্বুলবুনিয়া এলাকায় শ্যালা নদীতে “এম ভি সি হর্স-১” নামের কয়লাবাহী এই লাইটার জাহাজটি ডুবে যায়।

এই জাহাজে করে সিলেটের কয়লা আমদানিকারক প্রতিষ্ঠান স্নেহলতা এন্টারপ্রাইজের কয়লা নিয়ে আসা হচ্ছিল।

স্নেহলতা এন্টার প্রাইজের সত্ত্বাধিকারী চন্দন সাহা জানান, জাহাজে ১২৩৫ চন কয়লা ছিলো। তবে ডুবকে যাওয়ার কয়লার ইন্সুরেন্স ছিলো বলে জানান তিনি।
 
সুন্দরবন পূর্ব বিভাগের ডিএফও সাইদুল ইসলাম বলেন, চ্ট্টগ্রাম থেকে কয়লাবাহী এম ভি ‘সী হর্স-১’ নামের একটি লাইটারেজ  জাহাজ বাগেরহাটের শরণখোলার বলেশ্বর নদী হয়ে সুন্দরবনের মধ্য দিয়ে খুলনার উদ্দেশ্যে যাওয়ার সময় শনিবার বিকাল ৫টার দিকে তাম্বুলবুনিয়া ক্যাম্পের কলামূলা এলাকার শ্যালা নদীতে কয়লা বোঝাই কার্গো জাহাজটি ডুবে যায়। শ্যালা নদীর ওই এলাকায় একটি ডুবন্ত লঞ্চের মাস্তুলে আঘাত লেগে এই জাহাজটি ডুবতে পারে বলে ডিএফও জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.