Sylhet Today 24 PRINT

খেলায় জেতা টেলিভিশন নিয়ে মারামারি, আহত ১৫

বিশ্বনাথ প্রতিনিধি  |  ২১ মার্চ, ২০১৬

সিলেটের বিশ্বনাথে খেলার টেলিভিশন নিয়ে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১৫জন আহত হয়েছেন। সোমবার সকাল ১০টায় উপজেলার রামপাশা গ্রামের আঙ্গুর আলী ও লয়লুছ আলী পক্ষের মধ্যে সংঘর্ষের এ ঘটাটি ঘটে।

গুরুতর আহত ১২জনকে কাদিপুরস্থ উপজেলা স্বাস্থ্যন্দ্রে ভর্তি করা হয়েছে।

রামপাশা গ্রামের দু’পক্ষে গুরুতর আহতরা হচ্ছেন, আঙ্গুর মিয়া, মনসুর আলী, জুবরাজ, মাসুক মিয়া, তবারক আলী, মোজাম্মেল হোসেন, রুহুল মিয়া, লয়লুছ মিয়া, সিরাজ মিয়া, ফরিদ মিয়া, কালা মিয়া, ময়নুল মিয়া।

তবে এঘটনায় আঙ্গুর আলী ও লয়লুছ আলীর পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে। তারা বলেছেন, একপক্ষ অপরপক্ষকে হামলা করেছে।

স্থানীয় সূত্রে জানাগেছে, সম্প্রতি রশিটান খেলায় রঙিন একটি টেলিভিশন জয় করেন রামপাশা গ্রামের যুবকরা। ওই টেলিভিশন কাদের ঘরে রাখবেন এনিয়ে রোববার রাতে গ্রামের দু’পক্ষের মধ্যে বাকবিতন্ডা হয়। সোমবার সকালে ওই বিষয়েকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। খবর পেয়ে বিশ্বনাথ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

থানার ওসি আব্দুল হাই বলেছেন, খবর পেয়ে সঙ্গে সঙ্গে তিনি পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে এনেছেন। মামলা দেওয়া হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলেও তিনি জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.