Sylhet Today 24 PRINT

টুলটিকর ইউনিয়নে ভোট দিতে নারীরাই এগিয়ে, পরিবেশ উৎসবমুখর

মারূফ অমিত, বালুচর থেকে  |  ২২ মার্চ, ২০১৬

সিলেট সদর উপজেলার ৫নং টুলটিকর ইউনিয়নের বিভিন্ন কেদ্র ঘুরে দেখা যায় পুরুষ ভোটারের তুলনায় নারী ভোটাররাই ভোট প্রদানে এগিয়ে আছেন।

ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বালুচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায় লম্বা লাইনে দাঁড়িয়ে নারী ভোটাররা ভোট দিতে কেন্দ্রে প্রবেশ করছেন।

ওই কেন্দ্রে নির্বাচনের দায়িত্বে নিয়োজিত প্রিসাইডিং অফিসার আকমল হোসেন জানান দুপুর ১২টা পর্যন্ত ৪ ঘন্টায় ৫০% ভোট গ্রহণ হয়েছে। তিনি জানান এরমধ্যে বেশিরভাগই নারী ভোটার।

সহকারি প্রিসাইডিং অফিসার শাহান শান বলেন, "পরিবেশ উৎসবমুখর, ভাল ভোটগ্রহণ চলছে, আশা করছি ৭০% এর উপরে ভোট গ্রহণ হবে।"

ভোট দিতে আসা কয়েকজন ভোটার বলেন, শঙ্কা ছিল কি হয় না হয়, তবে ভোট দিতে এসে কোন সমস্যা দেখছিনা।


আওয়ামীলীক মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মোছাব্বির জানান, "পরিস্থিতি ভাল, আনুমানিক ৬০-৭০ % ভোট কাস্ট হবে"।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.