Sylhet Today 24 PRINT

আমাদের অগ্রগতির প্রধান শত্রু দুর্নীতি : সিলেটে দুদক কমিশনার আমিনুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক |  ২৯ মার্চ, ২০১৬

দেশপ্রেমে শপথ নিন, দূর্নীতিকে বিদায় দিন এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় মঙ্গলবার সিলেটেও দূর্নীতি প্রতিরোধ সপ্তাহ পালিত হয়েছে। জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি সিলেট এর উদ্যোগে সকালে স্কলার্স হোম শাহী ঈদগাহ ক্যাম্পাসে মানববন্ধন, চিত্রাংকন প্রতিযোগিতা, শপথ গ্রহন অনুষ্ঠিত হয়। পরে সকাল ১১টায় দুর্নীতি প্রতিরোধ কমিটি সিলেট জেলার উদ্যোগে দুর্নীতি দমন কমিশন দূদক সিলেট ও জেলা প্রশাসন সিলেট এর সহযোগিতায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখ থেকে একটি শোভাযাত্রা বের হয়।

নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। সিলেটের জেলা প্রশাসক জয়নাল আবেদীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন দূদক কমিশনার এ, এফ, এম, আমিনুল ইসলাম, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিলেটের বিভাগীয় কমিশনার মোঃ জামাল উদ্দিন, দূদক মহা পরিচালক  (লিগ্যাল ও প্রসিকিউশন) মোঃ মঈদুল ইসলাম, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ কামরুল আহসান।

দূর্নীতি প্রতিরোধ কমিটি সিলেট জেলা সভাপতি ব্রিগেডিয়ার জুবায়ের সিদ্দিকী (অব:) স্বাগত বক্তব্য মাধ্যমে শুরু হত্তয়া অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ব্লাষ্ট্র সিলেট এর কো-অর্ডিনেটর এডভোকেট ইরফানুজ্জামান চৌধুরী, মদন মোহন কলেজ এর অধ্যক্ষ ড. আবু ফতেহ ফাত্তাহ, সিলেটের সিভিল সার্জন ডা: হাবিবুর রহমান, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব, বাংলাদেশ মানবাধিকার কমিশন সিলেট মহানগর এর সভাপতি আতাউর রহমান, মুক্তিযোদ্ধা এডভোকেট মুজিবুর রহমান, জেলা শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর আলম, দূর্নীতি প্রতিরোধ কমিটি সিলেট জেলা সেক্রেটারী বেলাল আহমদ, দূদক সিলেট এর উপপরিচালক রাম মোহন নাথ, সহকারী পরিচালক জুয়েল আহমদ,উপ সহকারী পরিচালক রনজিৎ কুমার কর্মকার প্রমূখ ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দূদক কমিশনার এ, এফ, এম, আমিনুল ইসলাম বলেন, আমাদের উন্নতি অগ্রগতির প্রধান শত্রু দুর্নীতি। সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্যে আমাদেরকে দুর্নীতির বিরুদ্ধে রুখে দাড়াতে হবে। গুটি কয়েক দুর্নীতিবাজের কারণে আমাদের সকল অর্জন সম্ভাবনাকে ধুলায় মিশিয়ে দিতে পারি না।

তিনি আরো বলেন, দুর্নীতি দমন করার জন্যে আমাদেরকে প্রতিরোধ ও প্রতিকারে সচেতন হতে হবে দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে সিলেটের বিভাগীয় কমিশনার মোঃ জামাল উদ্দিন বলেন, আমরা যদি দুর্নীতির বিরুদ্ধে দাড়াতে পারি, তাহলে স্বাধীনতার কাংখিত সুফল আমরা ভোগ করতে পারবো।  প্রথমে নিজ থেকে দুর্নীতির বিরুদ্ধে দাড়াতে হবে। আমাদেরকে শপথ নিতে হবে দুর্নীতি করবোনা, দুর্নীতিকে প্রশ্রয় দেবো না।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.