Sylhet Today 24 PRINT

ইউপি নির্বাচন বড়লেখা সদর : ‘জনগণের নেতা সোয়েব ভাই’

তপন কুমার দাস, বড়লেখা |  ৩০ মার্চ, ২০১৬

'সোয়েব ভাইর লগে কেউরর তুলনা অয় না। তাইন অইলা মাইনষর নেতা। ইবার বউত (বিপুল) ভোটে পাশ করিয়া হিরিবার চেয়ারম্যান অইবা।' কথাগুলো বলছিলেন বিএনপি সমর্থক নজরুল ইসলাম।

তিনি বলেন, ‘দল নয়, ব্যক্তি সোয়েব দল মতের উর্ধ্বে থেকে জনগণের সেবা ও ন্যায় বিচার করেছেন। এর প্রতিদান হিসেবে জনগণ এবার বিপুল ভোটে তাকে জয়ী করবে।'
 
সরেজমিনে মৌলভীবাজার জেলার বড়লেখা উপজলার সদর ইউনিয়ন ঘুরে ভোটারদের সাথে কথা বলে এমনই তথ্য পাওয়া গেছে।

সবার মুখে মুখে শোভা পাচ্ছে দলমতের উর্ধ্বে থেকে বিগত ৫ বছর চেয়ারম্যান হিসেবে সোয়েব আহমদ উন্নয়ন, ন্যায় বিচার ও অপরাধ দমনসহ সদর ইউনিয়নবাসীর সার্বিক উন্নয়নে ব্যাপক ভূমিকার কথা। যার ফল স্বরুপ তিনি পরপর দু’বার জেলার মধ্যে শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

গত রবিবার (২৭ মার্চ) আঁকাবাঁকা পাহাড়ি পথে সিএনজিচালিত অটোরিকশা করে ইউনিয়নের ডিমাই বাজারে পৌঁছে সখিনা বিবি (৬৫) কে নিত্য দিনের সদাই করতে পাওয়া গেল এক মুদি দোকানে।

ভোটের প্রসঙ্গে কথা তোলতেই তিনি বলেন, ‘কোন মাত লাগত নায় বা। সোয়েব চেয়ারম্যান আবারও পাশ। ই-বেটায় মানুষের উপকার করইন। তানর মতো মানুষরে চেয়ারম্যান না বানাইলে কারে বানাইতাম।’

সখিনা বিবির কথার সাথে মিল পাওয়া গেল ডিমাই বাজারের অধিকাংশ মানুষের কথায়। অনেকের সাথে কথা বলে শুনা গেল চেয়ারম্যান হিসেবে সোয়েব আহমদের সফলতার কাহীনি। মনোযোগী শ্রোতার মতো তাদের কথা শুনে বুঝা গেলো সোয়েব আহমদ স্ব-কর্মে জনগণকে কত কাছে টেনে নিয়েছেন।

ডিমাই বাজার থেকে প্রায় ১ কি: মি: ভিতরে প্রবেশ করতেই পাওয়া গেল ‘পুঞ্জি’। বাঁশ বাগানের মাঝে মাঝে ছায়া স্নিগ্ধ পায়ে চলার পথ। শান্তি যেন জড়িয়ে আছে সর্বত্র। এর মাঝে মিলেমিশে বাস করছে বাঙালি ও উপজাতি। অনেক্ষন হাঁটার পর পাওয়া গেল ছোট পাহাড়ি গ্রাম। গ্রামে প্রবেশ পথেই দেখা মিলে পান পুঞ্জি শ্রমিক বিজয়ের সাথে। চেহারায় স্পষ্ট ক্লান্তির চাপ। ভোট নিয়ে কি চিন্তা করছেন প্রশ্ন করতেই পাহাড়ি ভাষায় বলেন, ‘ছোয়েব (সোয়েব) ব্যাটায় বাবার নৌকা লাইয়া আইছে। হামাগো ভোট নৌকায় ভোট দিমু।’

ঘুরতে ঘুরতে ততক্ষণে বেলা বিকেলের দিকে গড়িয়ে গেছে। সদর ইউনিয়নের জফরপুর গ্রামে প্রবেশ করতেই পাওয়া গেল নৌকার প্রার্থী সোয়েব আহমদের প্রচার গাড়ি।
প্রচারের মাইকে চলছে গান ‘সোয়েব তুমি এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে, সোয়েব তুমি এগিয়ে চলো...'।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.