Sylhet Today 24 PRINT

গোয়াইনঘাটে বৃষ্টিতেও উৎসবের ভোট

গোয়াইনঘাট থেকে দেবব্রত চৌধুরী লিটন  |  ৩১ মার্চ, ২০১৬

দুপুর ২টায় হটাৎ বৃষ্টিতে ভিজে গেল সিলেটের গোয়াইনঘাট উপজেলা। এ উপজেলার ৭ টি ইউপিতে আজ বৃহস্পতিবার  অনুষ্ঠিত হচ্ছে ভোট। এখন পর্যন্ত শান্তিপূর্ণ ভাবে চলছে এ উপজেলাটির ইউপি নির্বাচনের ভোট গ্রহণ বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। গোয়াইনঘাট উপজেলার বেশ কয়েকটি কেন্দ্রে ভোটারদের সাথে কথা বলে জানা গেল শান্তিপূর্ণ ভাবে আছে ভোটের পরিবেশ।

গোয়াইনঘাটের নন্দিরগাঁও ইউনিয়ন পরিষদের মিত্রিমহল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ভোটার রয়েছেন ২৭৫৭ ভোটার। দুপুর ২ টায় এই কেন্দ্রে ১৪৯২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন বলে জানিয়েছেন কেন্দ্রের প্রিসাইডিং অফিসার জিতেন বাবু সিংহ। এই কেন্দ্রের ভোটার শুক্লা মালাকার জানান ভোটের টুকেন হাতে পাইনি। হাতে পেলেই ভোট দিতে যাব।

ভোট দিয়ে বাড়ি ফেরার পথে ভুঁইয়া রাম মালাকারের সাথে। তিনি তার মা শান্তি রানী মালাকারকে ( ৮০)  কোলে করে ভোট দিতে এসেছেন। বৃদ্ধ মাকে নিয়ে ভোট দিতে আসা প্রসঙ্গে জানতে চাইলে তিনি জানান ' মা তার ইচ্ছায় ভোট দিতে আসছেন। শান্তি রানী এসময়ে বলেন ' আগামী ভুটর সময় বাছি না মরি এর ঠিক নাই, এর লাগি ভুট দেওয়াত আইছি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.