Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে ট্রেনে পেট্রোলবোমা: দগ্ধ ৩

ডেস্ক রিপোর্ট |  ০১ মার্চ, ২০১৫

প্রতীকী ছবি

হবিগঞ্জের মাধবপুরে সিলেটগামী পাহাড়িকা একপ্রেস ট্রেনে পেট্রলবোমা হামলায় মা-মেয়েসহ তিনযাত্রী দগ্ধ হয়েছেন। শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার নোয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- মাধবপুর উপজেলার হরষপুর গ্রামের মোহন রুদ্রের ছেলে মাধব রুদ্র (৩০), হবিগঞ্জ সদর উপজেলার এড়ালিয়া গ্রামের কেসলি মিয়ার স্ত্রী মায়া বেগম (৪৫) ও তার মেয়ে আমেনা বেগম (২২)। তাদের হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শায়েস্তাগঞ্জ থানার ওসি ইয়াছিনুল হক আলম বলেন, চট্টগ্রাম থেকে সিলেট যাওয়ার পথে নোয়াপাড়াস্থ শাহজিবাজার স্টেশনে ঢোকার সময় পেট্রলবোমা হামলার শিকার হয় ট্রেনটি।
এরপর দগ্ধ যাত্রীদের হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায় পাশে কর্তব্যরত পুলিশ সদস্যরা।

 

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.