Sylhet Today 24 PRINT

স্কুল শিক্ষিকা কণিকা হত্যার অভিযোগে স্বামী সুমন ৩ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক |  ১৮ এপ্রিল, ২০১৬

চাতল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা কণিকা কর হত্যার অভিযোগে গ্রেফতারকৃত স্বামী সুমন দাসের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

সোমবার সকালে সিলেটের  চীফ মেট্রোপলিটন ম্যাজিস্টেটের  আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপ পরিদর্শক বেনু চন্দ্র দেব ৭ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড মঞ্জুর শুনানিতে মামলার বাদী পক্ষে এড অশেষ কর ও আসামি পক্ষে এড. রেজাউল করীম অংশ নেন।

প্রসঙ্গত, এই মামলার আসামি সুমন দাসের সাথে প্রায় ১৫ মাস আগে বিয়ে হয় কণিকা করের। বিয়ের পর থেকে নানা অজুহাতে কণিকার স্বামীর বাড়ির লোকেরা মারপিট করতো।

গত ১৫ এপ্রিল মুঠোফোনে কণিকা তার বাবাকে জানায় যে স্বামী ও দেবর তাকে মারপিট করছে। কণিকার মা সেখানে পৌঁছে দেখেন যে কণিকার সাথে তার স্বামী ও অন্যান্য দের কথা কাটাকাটি চলছে। স্বামী সুমন লোহার তৈরি নারিকেল কোরানী ও রুটি বানানোর বেলাইন দিয়ে কণিকার শরীরে এলোপাথাড়ি মারপিট করছে। এসময়ে কণিকা মারপিটের হাত থেকে বাচতে পেছনের রুমের দরজা দিয়ে তার শোবার ঘরে চলে যায়। কিছুক্ষণ পর মা কণিকার শোয়ার রুমে দেখেন ঘরের সিলিং ফ্যানের সাথে সাদা ওড়না বাঁধা কণিকা মেঝেতে পরে আছে।

এরপর কণিকাকে সিলেট এম.এ.জি ওসমানী হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত ডাক্তার কণিকাকে মৃত ঘোষণা করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.