Sylhet Today 24 PRINT

মাধবপুরে ঝড়ে ব্যাপক ক্ষতি, ২০ ঘন্টা বিদ্যুৎহীন

মাধবপুর প্রতিনিধি |  ১৮ এপ্রিল, ২০১৬

মাধবপুর উপজেলার উপর দিয়ে রবিবার রাতে বয়ে যাওয়া কাল বৈশাখী ঝড়ে হবিগঞ্জ পল্লী বিদ্যুতের প্রায় ২৬টি খুঁটি ও ৬৫ স্থানে বিদ্যুতের তার ছিড়ে পড়ায় প্রায় ২০ ঘন্টা বিদ্যুৎবিহীন ছিল গোটা উপজেলা।

এছাড়া প্রায় শর্তাধিক কাঁচা ঘর-বাড়ি, গাছপালা ভেঙ্গে পড়ে। ঝড়ে ব্যাপক ক্ষতিগ্রস্থ হয় উঠতি বোরো ফসল।

জানা যায়, ওই রাত সাড়ে ১১টা থেকে প্রায় ১টা পর্যন্ত থেমে থেমে কাল বৈশাখীর আঘাতে উপজেলার প্রায় সর্বত্রই কমবেশী ক্ষতিগ্রস্থ হয়।

হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি নোয়াপাড়া জোনাল অফিসের উপমহা ব্যবস্থাপক এ.কে আজাদ বলেন, ঝড়ে পল্লী বিদ্যুৎ সমিতির ২৬টি খুঁটি ভেঙ্গে পড়ে এবং ৬৫টি এলাকায় তার ছিঁড়ে পড়ে। আমাদের লোকজন প্রায় সারাদিন কাজ করে শুধু উপজেলা সদরসহ কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ করতে পেরেছি। পুরোপুরি লাইন চালু করতে কিছু সময় লাগবে।

উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আতিকুল হক বলেন, ঝড়ে উঠতি বোরা ফসলসহ শাক-সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। আমাদের মাঠ কর্মীরা ক্ষতির পরিমাণ নির্ধারণ করছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.