Sylhet Today 24 PRINT

কুলাউড়ায় ভাটেরায় আ’লীগ ও পৃথিমপাশায় স্বতন্ত্র প্রার্থী বিজয়ী

কুলাউড়া ও বড়লেখা প্রতিনিধি |  ০৭ মে, ২০১৬

৭ মে চতুর্থ দফার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মৌলভীবাজারের ভাটেরা ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৩২৩৩ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাইফুল আলম সিদ্দীকি (সতন্ত্র) চশমা প্রতীকে পেয়েছেন ২৬৯০ ভোট। কুলাউড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা জিল্লুর রহমান এ ফলাফল ঘোষণা করেছেন।

অপরদিকে, পৃথিমপাশা ইউনিয়নে নবাব আলী বাকর খান (সতন্ত্র প্রার্থী) বিজয়ী হয়েছেন। তিনি চশমা প্রতীকে পেয়েছেন ৪৭০১ ভোট।  

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বর্তমান চেয়ারম্যান আব্দুল লতিফ (সতন্ত্র) চশমা প্রতীকে পেয়েছেন ৩৯০৯ ভোট। কুলাউড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা জিল্লুর রহমান এ ফলাফল ঘোষণা করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.