Sylhet Today 24 PRINT

১৩ বছরের শিশু হত্যায় ২২ বছর পর রায়, ৫ জনের ফাঁসি

হবিগঞ্জ সংবাদদাতা |  ০৯ মে, ২০১৬

হবিগঞ্জে শিশু জিয়াউল হক জিয়া (১৩) হত্যা মামলায় পাঁচজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। দীর্ঘ ২২ বছর পর এ মামলার রায় হলো।

সোমবার (৯ মে) অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাফরোজা পারভীন এ রায় দেন।

ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন আলী হায়দার, রেনু মিয়া, আব্দুল আহাদ, হাবিব মিয়া ও রঞ্জু মিয়া। এদের মধ্যে রঞ্জু মিয়া পলাতক রয়েছেন।

এদের মধ্যে আলী হায়দার সম্পর্কে হচ্ছেন নিহত শিশু জিয়ার সৎ ভাই।

আদালত সূত্রে জানা গেছে, জেলার বানিয়াচং উপজেলার আগুয়া গ্রামের বাসিন্দা সিরাজুল ইসলাম। তার দুই স্ত্রী প্রথম পক্ষের ছেলে আসামি আলী হায়দার ও দ্বিতীয়পক্ষে জিয়াউল হক। সিরাজুল ইসলাম বর্তমানে মৃত। তিনি বেঁচে থাকতেই জমিজমা নিয়ে বড় ছেলে আলী হায়দারের সঙ্গে বিরোধ চলছিল। এরই জের ধরে ১৯৯৪ সালে সৎ ভাই জিয়াউল হককে অন্য আসামিদের সহযোগিতায় আলী হায়দার হত্যা করে।

আদালতের অতিরিক্ত পিপি আব্দুল আহাদ ফারুক জানান, আসামিরা ১৯৯৪ সালের ১৩ মে জিয়াকে ডেকে নিয়ে হত্যা করে। তার লাশ পরদিন পঁচাসিংদা গ্রাম থেকে উদ্ধার করে পুলিশ। পরে এ বিষয়ে জিয়ার মা রুপচান বিবি মামলা করলে পুলিশ তদন্ত করে  ৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন। এদের মধ্যে চারজন মারা যান। আদালত দীর্ঘ শুনানি করে পাঁচজনকে মৃত্যুদণ্ড দেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.