Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে আহত শতাধিক

হবিগঞ্জ প্রতিনিধি |  ০৯ মে, ২০১৬

হবিগঞ্জে একজনের শ্রমিক দিয়ে অন্যজনের জমির ধান কাটা নিয়ে বিরোধের জের ধরে দু’দল গ্রামবাসীর মাঝে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। এতে শতাধিক লোক আহত হয়। খবর পেয়ে সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৮ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। সোমবার বিকেলে সদর উপজেলার লুকড়া ইউনিয়নের কাশিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, ওই গ্রামের আজমান আলী সোমবার বিকেলে কিছু শ্রমিক নিয়ে তার জমির ধান কাটছিলেন। এ সময় একই গ্রামের চান্দ আলী গিয়ে দাবি করেন তার শ্রমিক দিয়ে কেন ধান কাটিয়ে নিচ্ছে। এ নিয়ে তাদের মাঝে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে চান্দ আলী লোকজন নিয়ে তাদের উপর চড়াও হয়। এ খবর গ্রামে ছড়িয়ে পড়লে উভয়ের পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষের প্রস্তুতি নেয়। এক পর্যায়ে বিকেল ৪টায় দু’পক্ষ একে অপরকে ডাকাডাকি শুরু করলে তাদের মাঝে সংঘর্ষ বাঁধে। প্রায় আড়াই ঘন্টাব্যাপী এ চলা সংঘর্ষে যোগ দেয় গ্রামের কয়েকশ’ মানুষ। শুরু থেকেই স্থানীয় মুরুব্বীরা সংঘর্ষ থামানোর চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে আহতদের মাঝে অর্ধশতাধিক লোককে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

লুকড়া ইউপি চেয়ারম্যান ফরহাদ হোসেন আব্বাস জানান, সংঘর্ষের খবর পেয়ে তিনি পুলিশ পাঠিয়েছেন। তবে কি নিয়ে কাদের মাঝে সংঘর্ষ হয়েছে তা তিনি জানেন না।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজিম উদ্দিন জানান, ধান কাটা নিয়ে গ্রামের দু’টি পক্ষের মাঝে সংঘর্ষ হয়েছে। তবে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ফের সংঘর্ষের আশংকায় গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.