Sylhet Today 24 PRINT

বালাগঞ্জে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

সিলেটটুডে ডেস্ক |  ১০ মে, ২০১৬

বালাগঞ্জে প্রথমবারের মতো ইংরেজি ভাষায় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। তপোবন-‘ডিবেট ফর ফিউচার’ শিরোনামে উপজেলার ১৫টি মাধ্যমিক বিদ্যালয় ও ৬ টি মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেয়।

গত সোমবার( ৯মে) বিকেল ৩ টায় উপজেলা অডিটোরিয়ামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা সহকারী কমিশনার (ভ’মি) নাজমুল ইসলাম সরকার।

বালাগঞ্জে ডিবেট’র প্রতিষ্ঠাতা, উপজেলা নির্বাহী অফিসার এটিএম আজহারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে সিলেটের অতিরিক্ত জেলা প্রশাষক (সার্বিক) শহিদুল ইসলাম চৌধুরী বলেন, 'ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা এ অ লের ছাত্র-ছাত্রীদেন জন্য মাইলফলক। বাংলাভাষার পরে যে ভাষাটি জানা আমাদের জানা অত্যন্ত প্রয়োজন সেটি হচ্ছে ইংরেজি ভাষা। প্রতিনিয়ত আমাদের ইংরেজিন সাথে থাকতে হচ্ছে। বহির্বিশ্বের সাথে যোগাযোগের জন্য এখনই ইংরেজি চর্চা করতে হবে।' 

তিনি এ আয়োজনের সাথে জড়িত সবাইকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদাল মিয়া, ভাইস চেয়ারম্যান আলী আজগর। এ ছাড়া বিভিন্ন স্কুল মাদ্রাসার শিক্ষক ও অভিবাবকরা উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় মুসলিমাবাদ আদর্শ হাইস্কুলের শিক্ষার্থীরা। রানার্স-আপ হয় বোয়ালজুড় হাইস্কুল। শ্রেষ্ঠ বক্তা মুসলিমাবাদ আদর্শ হাইস্কুলের শিক্ষাথী মীর্জা নুসরাত জাহান দীনা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.