Sylhet Today 24 PRINT

ওসমানীনগরে ৭৬ কেন্দ্রের মধ্যে ৬৫টিই ঝুঁকিপূর্ণ

ওসমানীনগর প্রতিনিধি |  ১৭ মে, ২০১৬

আগামী ২৮মে সিলেটের ওসমানীনগরের উমরপুর, সাদীপুর, পশ্চিম পৈলনপুর, বুরুঙ্গা, গোয়ালাবাজার, তাজপুর, দয়ামীর ও উছমানপুর ইউপির ভোট গ্রহণ।

৮টি ইউনিয়নে ৭৬টি কেন্দ্রের মাধ্যমে উপজেলার ১লাখ ২৬হাজার ৮’শ ১৭জন ভোটারের ভোট গ্রহণ করা হবে। পুলিশের তালিকায় ৭৬টি কেন্দ্রের মধ্যে ৬৫টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ। তার মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্রের সংখ্যা ৩৭টি।

নবগঠিত ওসমানীনগর উপজেলার অধীনে প্রথমবারের মতো এই নির্বাচনে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে কঠোর নিরাপত্তা দিতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে প্রশাসন। সর্বোচ্চ নিরাপত্তা দিতে ৫স্তরের নিরাপত্তা ব্যবস্থা রাখা হবে বলে জানিয়েছেন ওসমানীনগর থানার অফিসার ইনাচার্য (ওসি) আবদুল আউয়াল চৌধুরী।

নির্বাচন অফিস সূত্রে জানা যায়, উপজেলা ১লাখ ২৬হাজার ৮’শ ১৭জন ভোটারের মধ্যে
৬৩হাজার ৯’শ ৩৩জন পুরুষ এবং ৬২ হাজার ৮’শ ৮৪জন নারী। উপজেলায় চেয়ারম্যান পদে দলীয় এবং স্বতন্ত্র ৩৫ জন, সদস্য পদে ২৯৫ জন এবং ৭২জন নারী সদস্য প্রতিদ্বন্ধিতা করছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.