Sylhet Today 24 PRINT

ওসমানী মেডিকেল হাসপাতালে কর্মচারীদের কর্মবিরতি পালন

সিলেটটুডে ডেস্ক |  ১৮ মে, ২০১৬

মেডিকেল টেকনোলজিষ্টদের জাতীয় দাবী বাস্তবায়ন পরিষদের উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সরকারী-বেসরকারি, স্বায়ত্ব শাসিত সকল মেডিকেল কলেজ হাসপাতাল সমূহের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল হাসপাতাল প্রাঙ্গনে কর্মবিরতি পালন করে।

দুই দিন ব্যাপীর কর্মসূচীর প্রথম দিন বুধবার সকাল ১০টা থেকে ১২ টা পর্যন্ত দুই ঘন্টা ব্যাপী এই কর্মবিরতি পালন করেন তারা। এ সময় তারা তাদের ১০ দফা দাবী তুলে ধরেন।

দাবীগুলোর মধ্যে ছিল- মেডিকেল টেকনোলজিষ্টদের চাকুরীর প্রারম্ভিক বেতনস্তর ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নতি করা, কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক নিয়ম বহির্ভূতভাবে পরিচালিত অবৈধ মেডিকেল টেকনোলজি কোর্স অবিলম্বে বন্ধ করতে করা এবং তাদেরকে মেডিকেল টেকনোলজিষ্ট হিসেবে সরকারী চাকুরীতে নিয়োগ প্রদানের সুযোগ না দেওয়া, অবিলম্বে ডিপ্লোমা মেডিকেল এডুকেশন বোর্ড গঠন করা, স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক জারীকৃত মেডিকেল টেকনোলজিষ্টদের নিয়োগ বিজ্ঞপ্তির উপর রিট পিটিশন খারিজ পূর্বক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা, মেডিকেল টেকনোলজিষ্টদের জন্য স্বতন্ত্র অধিদপ্তর স্থাপন করা, বিএসএমএমইউ-তে সকল অনুষদের মেডিকেল টেকনোলজিষ্টদের এমএসসি কোর্স চালু সহ বন্ধকৃত বিএসসি ডেন্টাল কোর্স চালু করা।

বিএসসি-এমএসসি ডিগ্রীধারী মেডিকেল টেকনোলজিষ্টদের ৯ম গ্রেড পদ সৃষ্টি ও রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ হতে ডিপ্লোমা সনদধারী মেডিকেল টেকনোলজিষ্টদের জন্য ১০ম গ্রেড পদ সৃষ্টি করে পদায়ন করা, পেশাগত কাজের স্বীকৃতি স্বরূপ সকল অনুষদের মেডিকেল টেকনোলজিষ্টদের প্রাক্টিস রেজিষ্ট্রেশন প্রদান করা, স্বাস্থ্যমন্ত্রী কর্তৃক স্বাক্ষরিত মাইনরস বাস্তবায়ন করা ও সর্বস্তরের মেডিকেল টেকনোলজিষ্টদের জন্য ঝুঁকি ভাতা চালু করার ব্যবস্থা করা।

মেডিকেল টেকনোলজিষ্টদের জাতীয় দাবী বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক মোঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ আব্দুর রশীদের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, মোঃ রফিকুল হক ভূইয়া মিরাস, মোঃ নজরুল ইসলাম, সদস্য মির্জা মনির, আলমিন হোসেন উজ্জল, ওমর ফারুক, নিয়ামত উল্লাহ, রফিকুল ইসলাম, গোলাম রাব্বি, নাজমূল হাসান নিপু, রাসেল, তাপস, মোঃ রুবেল আহাম্মদ, জান্নাতুল ফেরদৌস, সনজিৎ হালদার, মোঃ আলমগীর আলম, আনন্দ বনিক, নাজিমুল ইসলাম, মোঃ ইউসুফ, মেহেদী হাসান, মোঃ রাজ্জাক, মোঃ শাহাদাৎ হোসেন মিয়া, নিক্সন পাল, মোঃ জাহিদুল ইসলাম, সাহাবুবুল আলম সজন, কাসি মনির, মাহবুবুর রহমান, আনোয়ার হোসেন প্রমুখ।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.