Sylhet Today 24 PRINT

অবশেষে জবাইকরা লাশ উদ্ধারের ঘটনায় দক্ষিণ সুরমা থানায় মামলা

বিশ্বনাথ প্রতিনিধি |  ২৫ জুন, ২০১৬

সিলেটের বিশ্বনাথের দর্জি আখলিছুর রহমান জালালের (৩২) গলাকাটা লাশ উদ্ধারের ঘটনায় অবশেষে মামলা নিয়েছে পুলিশ। শুক্রবার বিকেলে নিহতের ছোটভাই হেলাল আহমদের দেয়া অভিযোগপত্রকেই রাতে হত্যা মামলায় গণ্য করে দক্ষিণ সুরমা থানা পুলিশ, মামলা নং (১৮)। মামলা রেকর্ডের পর শনিবার সকাল থেকে ঘটনার রহস্য উদঘাটনে নেমেছে দক্ষিণ সুরমা থানা পুলিশ।

পুলিশের উর্ধতন কর্মকর্তাসহ শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নিহতের বাড়ি বিশ্বনাথের তাজমহররম গ্রাম, ঢাকা-সিলেট মহাসড়কের রশিদপুরসহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন। দীর্ঘ ৬ঘন্টা তদন্তকাজে সিলেটের পুলিশ কমিশনার কামরুল আহসান উপস্থিত ছিলেন বলে মামলার তদন্তকারি কর্মকর্তা এসআই আব্দুর রহিম জানিয়েছেন।

প্রসঙ্গত: বৃহস্পতিবার রাতে মোবাইলে ফোনকল পেয়ে ঘর থেকে বের হয়ে আর ফিরে আসেননি আখলিছুর রহমান জালাল। পরে শুক্রবার ফজরের নামাজের পর মুসল্লিরা তার লাশ সড়কের পাশে দেখতে পেয়ে পরিবারের লোকজনকে জানান। পরে পুলিশকে খবর দিলে বিশ্বনাথ ও দক্ষিণ সুরমা থানা পুলিশের উপস্থিতে লাশ উদ্ধার করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.