Sylhet Today 24 PRINT

দক্ষিণ সুনামগঞ্জে ইফতার নিয়ে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষ, আহত ৫

সিলেটটুডে ডেস্ক |  ২৫ জুন, ২০১৬

দক্ষিণ সুনামগঞ্জে ইফতার মাহফিল নিয়ে আওয়ামী লীগের দু’গ্রুপে হাতাহাতি ও  ভাংচুরের ঘটনা ঘটেছে। শনিবার (২৫ জুন) উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের চিকারকান্দি বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পক্ষের ৫ জন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান গ্রুপের নেতা বলে পরিচিত সৈয়দুর রহমান, ফয়েজ আহমদ, শাহীনুর রহমান, ছুনু মিয়া শনিবার চিকারকান্দি বাজারের একটি কমিউনিটি সেন্টারে ইফতার মাহফিলের আয়োজন করেন। এতে জেলা শ্রমিক লীগের সভাপতি সিরাজুর রহমান সিরাজ, আওয়ামী লীগ নেতা তেরাব আলী, আসাদুর রহমান, মন্ত্রীর রাজনৈতিক সচিব আবুল হাসনাতসহ অন্যান্য নেতাকর্মীদের আমন্ত্রন জানানো হয়।

ইফতারের আগ মূহুর্তে উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম গ্রুপের নেতা এনামুল কবীর এনাম, ছাদেক মিয়া, আনছার, জিল্লুল হক, সাজন অনুষ্ঠানে হামলা চালায়। এ সময় চেয়ার দিয়ে মন্ত্রী গ্রুপের নেতাকর্মীদের মারধর করে। পরে উভয় পক্ষ মারামারিতে জড়িয়ে পড়ে। সিনিয়র নেতারা এ সময় কালাম গ্রুপের নেতাকর্মীদের নিবৃত্ত করে হামলার কারণ জানতে চাইলে, তাদের ইফতারে দাওয়াত দেয়া হয়নি তাই জিজ্ঞেস করতে আসছিল বলে জানায়।

এ ব্যাপারে দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল আমীন বলেন, ইফতারে এনামের নেতৃত্বে হামলার ঘটনার খবর পাওয়া গেছে। খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি শান্ত রয়েছে। যারা এ হামলা চালিয়েছে তাদের আইনের আওতায় আনা হবে বলে তিনি জানান। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.