Sylhet Today 24 PRINT

‘ব্রিটেনে বাংলাদেশের পণ্যের অনেক চাহিদা রয়েছে’

সিলেটটুডে ডেস্ক |  ২৬ জুন, ২০১৬

ব্রিটিশ হাইকমিশনের ট্রেড এন্ড ইনভেস্টমেন্ট বিভাগের ডেপুটি ডিরেক্টর সৈয়দা সুরাইয়া জাহান বলেছেন, দীর্ঘদিন ধরে সিলেটের সাথে ব্রিটেনের শক্তিশালী যোগাযোগ রয়েছে। ব্রিটেনের জন্য বাংলাদেশ ও সিলেট খুবই গুরুত্বপূর্ণ।

তিনি আরো বলেন, বাংলাদেশে ব্যবসা-বাণিজ্যে বিদেশীরা বিনিয়োগ করলে অনেক সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। ব্যবসার মান বৃদ্ধির জন্য বিদেশী অংশীদারিত্ব অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ব্রিটেনে বাংলাদেশের পণ্যের অনেক চাহিদা রয়েছে। দুই দেশের সম্পর্ক যখন দৃঢ় হবে, তখন ব্যবসার ক্ষেত্রে অনেক সুযোগ বেড়ে যাবে।

সুরাইয়া জাহান সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দের সাথে রবিবার এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির কনফারেন্স হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি মাসুদ আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মো. মামুন কিবরিয়া সুমনের স্বাগত বক্তব্যে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন চেম্বারের পরিচালক মো. হিজকিল গুলজার, খন্দকার সিপার আহমদ, মো. লায়েছ উদ্দিন, পিন্টু চক্রবর্তী, মো. এমদাদ হোসেন, আব্দুর রহমান, মো. বশিরুল হক, প্রাক্তন পরিচালক মুশফিক জায়গীরদার, চেম্বারের সেক্রেটারী মো. গোলাম আকতার ফারুক প্রমুখ।

ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে ব্রিটিশ সরকার বাংলাদেশী ব্যবসায়ীদের কিভাবে আরো বেশি সহযোগিতা করতে পারে, এমন বিষয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.