Sylhet Today 24 PRINT

সিলেটে মন্দির পরিদর্শনে ভারতীয় হাইকমিশনার

নিজস্ব প্রতিবেদক |  ২৭ জুন, ২০১৬

সিলেটের লামাবাজারে প্রাচীন শিব তিন মন্দিরস্থল পরিদর্শনকালে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ। এখানে বিভিন্ন ধর্মের মানুষ একই সাথে বসবাস করছেন।

তিনি বলেন, প্রাচীনতম এই মন্দিরের উন্নয়নকাজে ভারত সহযোগিতা করতে আগ্রহী।

সোমবার দুপুরে সিলেট নগরীর লামাবাজার শিব তিন মন্দির স্থল পরিদর্শনকালে তার সাথে ছিলেন সাম্যবাদী দলের পলিট ব্যুরো সদস্য ধীরেন সিংহ, রতন সিংহসহ মনিপুরী সম্প্রদায়ের ধর্মীয় ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

এসময় সেখানে সিলেট মহানগর পূজা পরিষদের উপদেষ্ঠা অ্যাডভোকেট প্রদীপ ভট্টাচার্য্যসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.