Sylhet Today 24 PRINT

রানীগঞ্জে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ

জগন্নাথপুর প্রতিনিধি |  ৩১ জুলাই, ২০১৬

রবিবার (৩১ জুলাই) সকালে নবনির্বাচিত রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম রানার হাতে দায়িত্ব হস্তান্তর করেন ইউপি সচিব আব্দুল গফুর। পরে দায়িত্ব গ্রহণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত সভায় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজী সুন্দর আলী’র সভাপতিত্বে ও ইউপি সচিব আব্দুল গফুরের সঞ্চালনায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান শহিদুল ইসলাম রানা।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ নেতা আনফর উল্লা, আব্দুল কাদির, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ডা. ছদরুল ইসলাম, আ’লীগ নেতা মন্তোষ দা মলয়, মুক্তার মিয়া, শাহীন তালুকদার, সাবেক মেম্বার কাহার মিয়া, নবনির্বাচিত মহিলা সদস্য রুকশানা বেগম, সমাজ সেবক নুরুল হক, যুবলীগ নেতা হুমায়ুন আহমদ তালুকদার, রমজান আলী ছানা, উপজেলা ছাত্রলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সহ-সভাপতি আজমল হোসেন মিঠু, ছাত্রলীগ নেতা শাহিন মিয়া সুমন প্রমুখ।

এ সময় বিশিষ্ট ব্যবসায়ী হাজী মকবুল হোসেন, আ’লীগ নেতা সাজ্জাদুর রহমান সাজাদ, সমাজ সেবক সুহেল আহমদ, নবনির্বাচিত ইউপি সদস্য মামদ মিয়া, নাজমুল হক, বজলু মিয়া, তেরা মিয়া, ইছরাক আলী, আবুল কালাম, আনহার আহমদ মিলাদ, আব্দুল মুকিত, আব্দুল জলিল, সংরক্ষিত মহিলা সদস্য এলাচি বিবি, আম্বিয়া বেগম, যুবলীগ নেতা দুলন মিয়া, রিজু, ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেন মায়া, আবু কাশেম সাগরসহ শতাধিক বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, অনুষ্ঠিত অনুষ্ঠানে দায়িত্ব হস্তান্তর করার কথা ছিল সাবেক ইউপি চেয়ারম্যান মজলুল হকের। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে উক্ত অনুষ্ঠানে তিনি উপস্থিত হতে পারেন নি বলে জানান। জগন্নাথপুরে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে নৌকা প্রতীকের নির্বাচিত চেয়ারম্যানদের মধ্যে সবচেয়ে বেশি ভোটে নির্বাচিত হয়েছিলেন শহিদুল ইসলাম রানা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.