Sylhet Today 24 PRINT

মুক্তিযোদ্ধার সন্তানরা জঙ্গিবাদ রুখে দিতে সরকারকে সহায়তা করবে

বড়লেখা প্রতিনিধি |  ৩১ জুলাই, ২০১৬

মৌলভীবাজারের বড়লেখায় রবিবার (৩১ জুলাই) জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক ও গণমাধ্যম ব্যক্তিবর্গদের সংবর্ধনা দিয়েছে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড ও মুক্তিযোদ্ধা সন্তানরা। দুপুরে বড়লেখা বাজারস্থ পৌর মার্কেটের ২য় তলায় এ অনুষ্ঠান হয়েছে।

জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপি, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, নির্বাহী কর্মকর্তা, থানা অফিসার ইনচার্জ, পৌরসভার মেয়র, কাউন্সিলর, উপজেলার দশ ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, পৌর আওয়ামী লীগের সভাপতি ও প্রেসক্লাব সভাপতিকে সংবর্ধনা দেয়া হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও প্রাক্তন উপজেলা চেয়ারম্যান মো. সিরাজ উদ্দিন। সংবর্ধনা অনুষ্ঠানের আলোচনা সভায় মুক্তিযোদ্ধা সন্তান শুভ্র দে ও শামিম আহমদের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হুইপ মো. শাহাব উদ্দিন এমপি।

প্রধান অতিথির বক্তব্যে হুইপ বলেন, অগ্রজদের যারা সম্মান দেয়, তারা নিজেরাও সম্মানিত হয়। মুক্তিযোদ্ধারা যেভাবে জীবন বাজি রেখে এদেশকে স্বাধীন করেছিলেন , ঠিক তেমনি তাদের সন্তানরাও জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ রুখে দিতে বর্তমান সরকারকে সর্বাত্মক সহযোগিতা করবে। ১৬ কোটি বাঙ্গালির শান্তির নিবাস গড়ার কাজে নিজেদের আত্মনিয়োগ করবে।

অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সংবর্ধিত বিশেষ অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম আব্দুল্লাহ আল মামুন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, রাহেনা বেগম হাসনা, বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, বড়লেখা থানা অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান, বড়লেখা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অরুণ কুমার চক্রবর্তী, সহকারি মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, সদর ইউপি চেয়ারম্যান সোয়েব আহমদ, তালিমপুর ইউপি চেয়ারম্যান বিদ্যুৎ কান্তি দাস, দক্ষিণভাগ উত্তর (কাঁঠালতলী) ইউপি চেয়ারম্যান মো. এনাম উদ্দিন, উত্তর শাহবাজপুর ইউপি চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন, নিজবাহাদুরপুর ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সন্তান ময়নুল হক, মুক্তিযোদ্ধা সন্তান ইউপি সদস্য বদরুল আহমদ, সাবলু মিয়া, মো. শাহজাহান আহমদ, আলতাফ হোসেন মাছুম, সানজিনা আক্তার লুপা, আব্দুস শুক্কুর, আব্দুর রব, রশিম উদ্দিন, শামছুল রিফাত, আনোয়ার হোসেন বাবলু প্রমুখ।

এসময় বর্ণি ইউপি চেয়ারম্যান এনাম উদ্দিন, দাসেরবাজার ইউপি চেয়ারম্যান কমর উদ্দিন, দক্ষিণ শাহবাজপুর ইউপি চেয়ারম্যান মো. শাহাব উদ্দিন, সুজানগর ইউপি চেয়ারম্যান নছিব আলী, পৌরসভার প্যানেল মেয়র তাজ উদ্দিন, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক আব্দুল মালিক জুনু, বড়লেখা প্রেসক্লাব সভাপতি অসিত রঞ্জন দাস, সাবেক উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছালেহ আহমদ জুয়েল, পৌর কাউন্সিলর রাহেন পারভেজ রিপন প্রমুখ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.