Sylhet Today 24 PRINT

পিডিবিকে কোম্পানিকরনের প্রতিবাদে সিলেটে কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি

নিজস্ব প্রতিবেদক |  ০৬ আগস্ট, ২০১৬

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) কে কোম্পানি করার প্রতিবাদে আন্দোলনে নেমেছেন কর্মকর্তা কর্মচারীরা।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদের ব্যানারে শনিবার (৬ আগস্ট) সকাল ৯টা থেকে সিলেট নগরীর বাগবাড়িস্থ পিডিবির বিতরণ শাখার অফিসের সামনে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করছেন তারা। তবে জরুরী সেবা এই কর্মসূচির আওতার বাইরে রাখা হয়েছে।

এ সময় সিবিএ সিলেট ও সুনামগঞ্জ অঞ্চলের  সাধারণ সম্পাদক মোঃ আতিকুল ইসলাম সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বলেন,  "আমাদের অজান্তে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান, উনার সহযোগী  বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদের বাসায় গিয়ে বৃহত্তর রাজশাহী ও রংপুর অঞ্চল কোম্পানিতে রূপান্তরের  চুক্তি করেন। এর ফলে অনেক কর্মকর্তা-কর্মচারি চাকরি হারাতে পারেন।"

তিনি বলেন, দলমত নির্বিশেষে সব কর্মকর্তা-কর্মচারি এই সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলনে নেমেছে। তাদের দাবি না মানা হলে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষোণা করা হবে বলেও জানান তিনি।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.